ভোরের আকাশ ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫ ১০:৪০ এএম
সংগৃহীত ছবি
উজানের দেশ ভারত বাঁধ খুলে পানি ছাড়ার আগ মুহূর্তে তথ্য দিলে বন্যার প্রস্তুতি নেওয়া কঠিন বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ঢলের মাত্রা সম্পর্কে তথ্য না পাওয়ায় বাংলাদেশ প্রস্তুত থাকতে পারে না।
সোমবার (১৪ জুলাই) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নতুন ওয়েবসাইট এবং ডিসিশন সাপোর্ট সিস্টেম (ডিএসএস) উদ্বোধনী অনুষ্ঠানে রিজওয়ানা হাসান এ কথা বলেন।
রিজওয়ানা হাসান বলেন, আমি এসেই শুনেছি, রিয়েল টাইম ডেটা নাই আমাদের। উজানের দেশ যদি আমাদেরকে না জানায় ভারী মানে কত, তাইলে আমরা বেশিটা জানতে পারি না। ফলে উজানের দেশ যদি আমাদের দুই ঘণ্টা আগেই বলে, আমি গেইট খুলে দেব; ২ ঘণ্টায় তো আর আপনি কোনো প্রস্তুতি নিতে পারেন না। রিয়েল টাইম তথ্য পেতে যুক্তরাজ্যের সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে।
তিনি বলেন, এসব কারণে আমরা ইউকেতে কথা বলেছি এবং ইউকে তো খুব আগ্রহ দেখাচ্ছে, ওরা আমাদেরকে সাইট স্পেসিফিক এবং রিয়েল টাইম ডেটাতে অ্যাকসেস দিয়ে আমাদের সঙ্গে একটা সমঝোতায় যাবে।
তিনি আরও বলেন, প্রাক-প্রস্তুতির জন্য বন্যা ও বৃষ্টির পূর্বাভাসের তথ্যের সঙ্গে কোন এলাকায় নদী ভাঙনের ঝুঁকি বেশি, সেই তথ্যও লাগবে। পাশাপাশি সেসব এলাকায় সামনের দিনগুলোতে কী হতে পারে তারও পূর্বাভাস লাগবে, যাতে করে নির্দিষ্ট এলাকার মধ্যে জনবসতি ও অবকাঠামো নির্মাণে বিধি-নিষেধ রাখা যায়।
অনুষ্ঠানে জানানো হয়, নতুন চালু হওয়া ডিসিশন সাপোর্ট সিস্টেম দেশের দুর্যোগ প্রস্তুতি, আগাম সতর্কবার্তা ব্যবস্থা ও আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ে নতুন মাত্রা আনবে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর, কৃষি সম্প্রসারণ অধিদফতর, প্রাণিসম্পদ অধিদফতরের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে এই প্লাটফর্ম। ভয়েস মেসেজ, ডিজিটাল ডিসপ্লে বোর্ড ও মোবাইল ফিচারের মাধ্যমে এ প্লাটফর্ম প্রান্তিক জনগোষ্ঠীকে সেবা দেবে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, দুর্যোগ পূর্বাভাসের আঞ্চলিক সহযোগী সংস্থা রাইমস ও বিশ্ব ব্যাংকের কেয়ার ফর সাউথ এশিয়া প্রকল্পের যৌথ উদ্যোগে এসব সেবা চালু করা হয়েছে।
ভোরের আকাশ/এসএইচ