বদলে যাচ্ছে মুক্তিযোদ্ধার সংজ্ঞা
আকতার হোসেন
প্রকাশ : ০৬ মে ২০২৫ ০৯:১৭ এএম
বাদ পড়ছে শেখ মুজিবের নাম
মুক্তিযুদ্ধ এবং বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) আইন সংশোধন করতে যাচ্ছে সরকার। এই সংজ্ঞা বদলে গেলে মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞা থেকে শেখ মুজিবুর রহমানের নামও বাদ পড়তে পারে। মুক্তিযোদ্ধার সংজ্ঞা পরিবর্তন করে যারা সরাসরি যুদ্ধে অংশ নেননি, তাদের মুক্তিযুদ্ধে সহযোগী হিসেবে রাখা হচ্ছে- আর এটা অনুমোদিত হলে মুক্তিযোদ্ধার সংজ্ঞা থেকে বাদ পড়তে পারে শেখ মুজিবুর রহমানের নাম। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ মঙ্গলবার উপদেষ্টা পরিষদের সভায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) অধ্যাদেশের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদনের জন্য উত্থাপনের কথা রয়েছে।
এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারকে আর্থিক সুবিধা প্রদান এবং আহত ব্যক্তিদের পুনর্বাসনে অধ্যাদেশ, জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা পুনর্নির্ধারণে আইন সংশোধন এবং তুলাকে কৃষিপণ্যের স্বীকৃতি দিতে যাচ্ছে সরকার। উপদেষ্টা পরিষদের আজকের বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাবগুলো অনুমোদনের জন্য তোলা হচ্ছে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মহান মুক্তিযুদ্ধের ৫৩ বছর পর মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ খসড়া তৈরি ও প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। খসড়ায় মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধার সংজ্ঞা থেকে শেখ মুজিবুর রহমানের নাম বাদ দেওয়া হয়েছে। একইসঙ্গে যারা সরাসরি যুদ্ধে অংশ নেননি তাদের ‘মুক্তিযুদ্ধের সহযোগী’ হিসেবে তালিকাভুক্ত করা হচ্ছে।
বর্তমানে বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞায় বলা আছে, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক স্বাধীনতার ঘোষণায় সাড়া দিয়ে ১৯৭১ সালের ২৬ মার্চ হতে ১৬ ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে যেসব ব্যক্তি বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তারাই মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য হবেন।’
এই সংজ্ঞা পরিবর্তন করতে ইতোমধ্যে যে খসড়া প্রণয়ন করা হয়েছে তাতে বীর মুক্তিযুদ্ধের সংজ্ঞায় বলা হয়েছে, ‘যাহারা ১৯৭১ খ্রিস্টাব্দের ২৬ মার্চ হইতে ১৬ ডিসেম্বর পর্যন্ত দেশের অভ্যন্তরে গ্রামে-গঞ্জে যুদ্ধের প্রস্তুতি ও অভ্যন্তরীণ প্রশিক্ষণ গ্রহণ করিয়াছেন এবং বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হইয়া হানাদার ও দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাহাদের এ দেশীয় সহযোগী রাজাকার, আল-বদর, আল-শামস, মুসলিম লীগ, নেজামে ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করিয়াছেন এইরূপ সকল বেসামরিক নাগরিক উক্ত সময়ে যাহাদের বয়স সরকার কর্তৃক নির্ধারিত সর্বনিম্ন বয়সের মধ্যে ছিল এবং সশস্ত্র বাহিনী, মুক্তি বাহিনী, বিএলএফ ও অন্যান্য স্বীকৃত বাহিনী, পুলিশ বাহিনী, ইস্ট পাকিস্তান রেজিমেন্ট (ই পিআর), নৌ কমান্ডো, কিলো ফোর্স ও আনসার সদস্য তাহারা বীর মুক্তিযোদ্ধা হিসাবে গণ্য হইবেন।’
শেখ মুজিবুর রহমানের নাম বাদ দিয়ে খসড়ায় মুক্তিযুদ্ধের সংজ্ঞায় বলা হয়েছে, ১৯৭১ খ্রিস্টাব্দের ২৬ মার্চ হইতে ১৬ ডিসেম্বর পর্যন্ত একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার আকাক্সক্ষায় হানাদার ও দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাহাদের সহযোগী রাজাকার, আল-বদর, আল-শামস, মুসলিম লীগ, নেজামে ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে যুদ্ধ। একইসঙ্গে যারা মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নেননি তাদের ‘মুক্তিযুদ্ধের সহযোগী’ হিসেবে তালিকাভুক্ত করা হচ্ছে।
‘মুক্তিযুদ্ধের সহযোগীর’ সংজ্ঞায় বলা হয়েছে, ১৯৭১ খ্রিস্টাব্দের ২৬ মার্চ হইতে ১৬ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে দেশের অভ্যন্তরে বা প্রবাসে অবস্থান করিয়া মুক্তিযোদ্ধাদের উৎসাহিত করা এবং মুক্তিযুদ্ধকে বেগবান ও বাংলাদেশের স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করিবার প্রয়াসে সংগঠকের ভূমিকা পালন, বিশ্বজনমত গঠন, কূটনৈতিক সমর্থন অর্জন এবং মনস্তাত্ত্বিক শক্তি অর্জনের প্রেক্ষাপটে নিম্নবর্ণিত যেসব বাংলাদেশের নাগরিকরা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ ও সহযোগিতা করিয়াছেন।
সরাসরি মুক্তিযুদ্ধে অংশ না নিয়ে এর আগে যারা বীর মুক্তিযোদ্ধার সনদ পেয়েছেন নতুন এই আইনের মাধ্যমে তাদের সনদ বাতিল হয়ে যাবে। তারা বীর মুক্তিযোদ্ধা থেকে মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে তালিকাভুক্ত হতে পারেন। তবে তাদের বিষয়ে নতুন করে কী সিদ্ধান্ত নেওয়া হবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এখনো সেই সিদ্ধান্ত নেয়নি। সংজ্ঞা পরিবর্তন হলে কয়েক হাজার মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ পড়বেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারকে আর্থিক সুবিধা প্রদান এবং আহত ব্যক্তিদের পুনর্বাসনে অন্তর্বর্তী সরকার যেসব পদক্ষেপ নিয়েছে, সেগুলোকে আইনি কাঠামোর মধ্যে আনতে অধ্যাদেশ হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরকে এই আইনের আওতায় আনা হবে। এই অধিদপ্তরের মাধ্যমেই শহীদদের পরিবারকে আর্থিক সুবিধা, আহত ব্যক্তিদের জন্য সঞ্চয়পত্র ক্রয় ও মাসে মাসে ভাতা দেওয়া, তাদের দেশে-বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হবে। তবে সরকারি চাকরিতে তাদের অগ্রাধিকার দেওয়ার বিষয়ে অধ্যাদেশের খসড়ায় কিছু বলা হয়নি।
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের কল্যাণ এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের লক্ষ্যে একটি নীতিমালার খসড়া করেছিল মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। কিন্তু ওই খসড়া অনুমোদন না দিয়ে আইনি কাঠামোর মধ্যে গণঅভ্যুত্থানে হতাহত ব্যক্তিদের আর্থিক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। পরে তড়িঘড়ি করে ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত ছাত্র-জনতার কল্যাণ ও পুনর্বাসন’ অধ্যাদেশের খসড়া করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রিপরিষদ বিভাগের আন্তমন্ত্রণালয় কমিটিতে ইতোমধ্যে খসড়াটি পর্যালোচনা করা হয়েছে। অনুমোদনের জন্য এটি উপদেষ্টা পরিষদের বৈঠকে উত্থাপন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অধ্যাদেশের খসড়ায় বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, নিহতদের পরিবার ও আহতদের পুনর্বাসন এবং গণঅভ্যুত্থানের আদর্শকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন করা হবে। যদিও গত ১২ এপ্রিল এই অধিদপ্তর গঠন করেছে সরকার। গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের পাশাপাশি আহতদেরও ধরনভেদে কীভাবে আর্থিক সুবিধা দেওয়া হবে, সে বিষয়ে অধ্যাদেশের খসড়ায় নির্দেশনা দেওয়া হয়েছে। আহতদের দেশে-বিদেশে চিকিৎসা দেওয়ার বিষয়টিও এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া নিহতদের পরিবার ও আহতদের সঞ্চয়পত্র কিনে দেওয়া এবং মাসে মাসে ভাতা দেওয়ার বিষয়গুলোও অধ্যাদেশে রাখা হয়েছে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সূত্র জানায়, প্রথমে সিদ্ধান্ত ছিল নীতিমালার মাধ্যমেই গণঅভ্যুত্থানে হতাহতদের সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হবে। কিন্তু পরবর্তী সময়ে যারাই ক্ষমতায় আসুক না কেন, অভ্যুত্থানে হতাহতদের সুযোগ-সুবিধা যাতে বন্ধ করতে না পারে, সে জন্য এসব বিষয়কে আইনি কাঠামোতে আনতে নতুন অধ্যাদেশ করার সিদ্ধান্ত হয়। গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্য ও আহতদের সরকারি চাকরিতে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে অধ্যাদেশের খসড়ায় কিছু বলা হয়নি।
এ বিষয়ে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, অধ্যাদেশে তাদের পুনর্বাসনের কথা বলা আছে। কীভাবে তা করা হবে, সরকার সে বিষয়ে আলাদা গাইডলাইন জারি করতে পারে। যুব উন্নয়ন অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, মহিলাবিষয়ক অধিদপ্তরের মতো প্রতিষ্ঠানের মাধ্যমে সহজেই তাদের পুনর্বাসন করা যাবে। তবে এ বিষয়ে আন্তমন্ত্রণালয় সভায় সিদ্ধান্ত নিতে হবে।
উল্লেখ্য, গণঅভ্যুত্থানে প্রত্যেক শহীদের পরিবারকে ৩০ লাখ এবং চার শ্রেণির আহতদের ১ লাখ থেকে ৫ লাখ টাকার সঞ্চয়পত্র কিনে দেওয়া হচ্ছে। সঞ্চয়পত্র কিনে দেওয়া শেষ হলে আগামী জুলাই থেকে তাদের মাসিক ভাতা দেওয়া শুরু হবে। গণঅভ্যুত্থানে নিহত ব্যক্তি পরিবারের একমাত্র উপার্জনক্ষম হলে ওই পরিবারকে এবং অতি গুরুতর আহত ব্যক্তিদের মাসে অর্থ সহায়তা দেওয়া হবে। এর বাইরে শহীদ পরিবারের সন্তানদের শিক্ষাসহায়তা এবং আহত ব্যক্তিদের সারাজীবন বিনা মূল্যে চিকিৎসা ছাড়াও শিক্ষাগত যোগ্যতা ও শারীরিক অবস্থা অনুযায়ী কর্মসংস্থান এবং পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জুলাই গণ-অভ্যুত্থান শাখার যুগ্ম সচিব মোহাম্মদ ফারুক হোসেন বলেন, অভ্যুত্থানে হতাহতদের যত ধরনের আর্থিক সহায়তা দেওয়া হবে এবং তাদের পুনর্বাসনের বিষয়গুলোকে আইনি কাঠামোর মধ্যে আনতে নতুন অধ্যাদেশ করা হচ্ছে। অপরদিকে জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা পুনর্নির্ধারণে আইন সংশোধন করতে যাচ্ছে সরকার। উপদেষ্টা পরিষদের আজকের বৈঠকে এ-সংক্রান্ত অধ্যাদেশ অনুমোদনের জন্য তোলার কথা রয়েছে। খসড়া অনুযায়ী, জনসংখ্যার পাশাপাশি ভোটার সংখ্যা, ভৌগোলিক ও জাতিগত বৈশিষ্ট্য এবং যোগাযোগ সুবিধা দেখে সীমানা নির্ধারণ করা হবে। তবে ইউনিয়ন এবং সিটি করপোরেশন ও পৌরসভার ওয়ার্ডকে কোনোভাবেই ভাগ করা হবে না।
২০০৮ সালে নবম সংসদ নির্বাচনের জন্য এ টি এম শামসুল হুদার কমিশন শতাধিক নির্বাচনি এলাকার সীমানায় পরিবর্তন আনে। এরপর কাজী রকিব উদ্দীন আহমদ কমিশন দশম সংসদ নির্বাচনে ৫০টি আসনে ছোটখাটো পরিবর্তন আনে। কে এম নূরুল হুদা কমিশন-২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২৫টি আসনে এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কাজী হাবিবুল আউয়ালের কমিশন ১২টি আসনের সীমানায় সামান্য পরিবর্তন আনে। তার আগে ১৯৮৪ ও ১৯৯১ সালে ৩৩টি নির্বাচনি এলাকার সীমানায় পরিবর্তন করা হয়। এছাড়া তুলার উৎপাদন বাড়াতে দেশে উৎপাদিত তুলাকে কৃষিপণ্যের স্বীকৃতি দিচ্ছে সরকার। উপদেষ্টা পরিষদের আজকের বৈঠকে দেশে উৎপাদিত আঁশ তুলাকে কৃষিপণ্য ঘোষণার প্রস্তাব অনুমোদনের জন্য উত্থাপন করবে কৃষি মন্ত্রণালয়।
তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলেন, ২০৫০ সালের মধ্যে দেশে ২ লাখ হেক্টর জমিতে তুলা উৎপাদনের লক্ষ্য নিয়েছে সরকার। এতে দেশের চাহিদার ২০ শতাংশ তুলা উৎপাদন সম্ভব হবে। এ জন্য সরকার খাদ্য উৎপাদন ব্যাহত না করে চরাঞ্চল, বরেন্দ্র এলাকা, পার্বত্য এলাকা ও দেশের বিভিন্ন এলাকার ফলবাগানকে তুলা চাষের আওতায় আনতে চায়। তুলা চাষের আওতা বাড়াতে গেলে চাষিদের সুবিধা দিতে হবে। এ জন্যই তুলাকে কৃষিপণ্য হিসেবে ঘোষণা করা হচ্ছে। তুলাকে কৃষিপণ্য ঘোষণা করা হলে তুলা উৎপাদনকারীদের বিভিন্ন ধরনের প্রণোদনা দিতে পারবে সরকার।
এর আগে ২০১৬ সালের ৬ মার্চ পাটকে কৃষিপণ্য হিসেবে ঘোষণা করা হয়। উপদেষ্টা পরিষদের বৈঠকে এই চট্টগ্রামের বাঁশখালীতে সরকারি-বেসরকারি অংশীদারত্বে বাংলাদেশ এনার্জি পোর্ট লিমিটেড নামক কোম্পানি গঠনের বিষয়ে গঠিত কমিটিসহ কোম্পানি গঠনের প্রস্তাব বাতিলের বিষয়টি ওঠার কথা রয়েছে। এ ছাড়া প্রত্নসম্পদ অধ্যাদেশ, বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন (সংশোধন) অধ্যাদেশ এবং জাতীয় যুব উন্নয়ন নীতিমালা, জাতীয় জিন ব্যাংক ব্যবস্থাপনা নীতিমালা ও নবায়নযোগ্য জ্বালানি নীতিমালার খসড়াও অনুমোদনের জন্য উত্থাপনের কথা রয়েছে।
ভোরের আকাশ/এসএইচ