× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্যাডার কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ ৪ মাস নির্ধারণ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫ ০৬:৫৬ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ক্যাডার কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণের মেয়াদ ছয় মাস থেকে কমিয়ে চার মাস করা হয়েছে। এর মধ্যে তিন মাস প্রশিক্ষণ প্রতিষ্ঠানে এবং এক মাস মাঠপর্যায়ে ওরিয়েন্টেশন ও গ্রাম সংযুক্তি থাকবে।

বুধবার (১০ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় প্রশিক্ষণ কাউন্সিলের নবম সভায় এ সিদ্ধান্ত হয়।

সভায় ক্যাডার কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণের মেয়াদ ছয় মাসের পরিবর্তে চার মাস নির্ধারণ করা হয়েছে। এ মেয়াদের মধ্যে তিন মাস প্রশিক্ষণ প্রতিষ্ঠানে এবং এক মাস মাঠপর্যায়ে ওরিয়েন্টেশন ও গ্রাম সংযুক্তি অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি, কর্মকর্তাদের মাস্টার্স ও পিএইচডি কোর্সে ভর্তির ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছর থেকে বৃদ্ধি করে ৪৭ বছর নির্ধারণ করা হয়েছে। পিএইচডি কোর্সে অধ্যয়নের ক্ষেত্রে প্রতি বছর তত্ত্বাবধায়কের নিকট হতে অগ্রগতি সংক্রান্ত প্রত্যয়ন গ্রহণ করে মন্ত্রণালয়ে পাঠাতে হবে। তা না হলে কর্মকর্তাদের বেতন বন্ধ রাখা হবে।

প্রধান উপদেষ্টা বলেন, সরকারি যত প্রশিক্ষণ কেন্দ্র আছে, সেগুলোর ওপর মূল্যায়ন করতে হবে। কী ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, প্রশিক্ষণের ধরন-মান ইত্যাদির মানদণ্ড নির্ধারণ করে ক্যাটাগরি-ভিত্তিক প্রতিটি প্রশিক্ষণ কেন্দ্রকে র‍্যাংকিং করতে হবে এবং নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে।

তিনি বলেন, একটি স্বাধীন ইউনিট গঠন করতে হবে। তারা সমস্ত গবেষণা প্রতিষ্ঠানের ওপর পদ্ধতিগতভাবে, স্বাধীনভাবে মূল্যায়ন করবে। গবেষণা প্রতিষ্ঠানগুলোর সামগ্রিক দর্শন জানতে হবে। সেগুলো সঠিকভাবে পরিচালিত হচ্ছে কি না দেখতে হবে। সরকারি কর্মকর্তারা যারা বিদেশ থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছেন, তাদের তথ্য সেখানে থাকবে।

সভায় সঞ্জীবনী প্রশিক্ষণের নাম পরিবর্তন করে ‘দক্ষতা নবায়ন প্রশিক্ষণ’ নামকরণের সিদ্ধান্ত হয়েছে। এ প্রশিক্ষণ হালনাগাদকৃত কারিকুলামে মাঠপর্যায়ে কোনো সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে আয়োজন করতে হবে। উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে কর্মকর্তারা আংশিক বৃত্তিপ্রাপ্ত হলেও প্রেষণ মঞ্জুর করা যাবে।

এছাড়া কর্মচারীদের সততা ও নৈতিকতা বিকাশে এবং দুর্নীতি বিরোধী মনোভাব তৈরিতে বিভিন্ন প্রশিক্ষণে মোরালিটি, বিহেভিয়ারাল সায়েন্স, কোড অব এথিকস প্রভৃতি বিষয় মডিউলে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে এবং কর্মকর্তাদের প্রশিক্ষণ ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সার্বিক মূল্যায়ন এবং প্রশিক্ষণ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে গবেষণা, পরিবীক্ষণ ও মূল্যায়ন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত হয়েছে।

সভায় অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদকে সভাপতি করে একটি নির্বাহী কমিটি (ইসিএনটিসি) গঠন করা হয়েছে।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-
টাঙ্গাইলে ২২তম ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ

টাঙ্গাইলে ২২তম ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ

জনতা ব্যাংক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

জনতা ব্যাংক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

খাগড়াছড়ির গুইমারায় পরিস্থিতি নিয়ে সেনা কর্মকর্তার ব্রিফিং

খাগড়াছড়ির গুইমারায় পরিস্থিতি নিয়ে সেনা কর্মকর্তার ব্রিফিং

সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা বাড়লো

সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা বাড়লো

শিশুদের শারীরিক-মানসিক বিকাশে পাথরাইল স্কুলে কারাতে প্রশিক্ষণ

শিশুদের শারীরিক-মানসিক বিকাশে পাথরাইল স্কুলে কারাতে প্রশিক্ষণ

 জয়পুরহাটে এজিএস মহিউদ্দিন খানকে নাগরিক সংবর্ধনা

জয়পুরহাটে এজিএস মহিউদ্দিন খানকে নাগরিক সংবর্ধনা

 জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ৬০ হাজার ঘনফুট বালু জব্দ

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ৬০ হাজার ঘনফুট বালু জব্দ

 কেসিসি এলাকায় এক লাখ ৭২ হাজারের বেশি শিশু পাবে বিনামূল্যে টাইফয়েড টিকা

কেসিসি এলাকায় এক লাখ ৭২ হাজারের বেশি শিশু পাবে বিনামূল্যে টাইফয়েড টিকা

 গোমতী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা

গোমতী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা

 বেনাপোল সীমান্তে ৯ সোনার বারসহ এক পাচারকারী আটক

বেনাপোল সীমান্তে ৯ সোনার বারসহ এক পাচারকারী আটক

সংশ্লিষ্ট

স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ আর নেই

স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ আর নেই

পররাষ্ট্র উপদেষ্টা: “ভিসা জটিলতার পেছনে আমাদের ঘর গোছানোর প্রয়োজন”

পররাষ্ট্র উপদেষ্টা: “ভিসা জটিলতার পেছনে আমাদের ঘর গোছানোর প্রয়োজন”

আমরা আর দাসত্বের মধ্যে থাকতে চাই না: প্রধান উপদেষ্টা

আমরা আর দাসত্বের মধ্যে থাকতে চাই না: প্রধান উপদেষ্টা

টিভি চ্যানেলসমূহের আচরণবিধি জনসম্মুখে প্রকাশ করতে হবে: তথ্য উপদেষ্টা

টিভি চ্যানেলসমূহের আচরণবিধি জনসম্মুখে প্রকাশ করতে হবে: তথ্য উপদেষ্টা