ভোরের আকাশ ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫ ০৮:০৯ পিএম
ছবি: সংগৃহীত
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে প্রধান বিচারপতির হেয়ার রোডের বাসভবনে এ বৈঠক হয়। তবে এটি সৌজন্য সাক্ষাৎ বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
বৈঠকে পারস্পারিক কুশলাদি বিনিময়ের পাশাপাশি দ্বিপক্ষীয় বিচারিক সহযোগিতা, মানবাধিকার সংরক্ষণ এবং আইনের শাসনসংক্রান্ত বিষয়াবলি নিয়ে বিস্তারিত আলোচনা করেন তারা।
এছাড়া গত এক বছরে বাংলাদেশের বিচার বিভাগের উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন প্রধান বিচারপতি। বিশেষ করে একটি স্বাধীন, শক্তিশালী ও ন্যায়বিচারভিত্তিক বিচার বিভাগ প্রতিষ্ঠায় পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। বাংলাদেশে মানবাধিকার সংরক্ষণে বিচার বিভাগের ভূমিকা নিয়েও আলোচনা করা হয়।
এ সময় এক বছর পূর্তিতে প্রধান বিচারপতিকে অভিনন্দন জানান মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত। তিনি বাংলাদেশের বিচার বিভাগের উন্নয়নে প্রধান বিচারপতি গৃহীত বিভিন্ন পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন। বিশেষত একটি শক্তিশালী, স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ প্রতিষ্ঠার লক্ষ্যে সংস্কারের রোডম্যাপ ঘোষণা, বিচারসেবায় স্বচ্ছতা আনয়নে ১২ দফা নির্দেশনা, বিচারপ্রার্থীদের জন্য সুপ্রিম কোর্ট হেল্পলাইন চালু, অধস্তন আদালতের সক্ষমতা বাড়াতে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের কার্যকরী ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন। বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন ট্রেসি অ্যান জ্যাকবসন।
ভোরের আকাশ/এসএইচ