ভোরের আকাশ প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১০:১০ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, জাতির সেবায় আনসার-ভিডিপির ৬০ লাখের বেশি সদস্য সর্বদা প্রস্তুত রয়েছেন। তিনি বাহিনীর সদস্যদের আরও পেশাদারিত্ব অর্জনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষা, আত্মনির্ভরশীলতা ও আর্থসামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
বুধবার (৩ সেপ্টেম্বর) কুমিল্লা রেঞ্জ পরিদর্শন শেষে আয়োজিত দরবারে তিনি যুগোপযোগী প্রশিক্ষণ, যোগ্য সদস্য নির্বাচন এবং ক্ষুদ্র উদ্যোক্তা গড়ে তোলার মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বাহিনীর নবগৃহীত ‘সঞ্জীবন প্রকল্প’কে প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকা উন্নয়নের আলোকবর্তিকা হিসেবে উল্লেখ করেন।
মহাপরিচালক স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষায় আনসার ও ভিডিপির অবদানের কথা স্মরণ করে বলেন, পার্বত্য ও সমতল অঞ্চলে আনসার-ভিডিপি শান্তি, সার্বভৌমত্ব এবং নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি বলেন, আমাদের দায়িত্ব কেবল নিরাপত্তা নিশ্চিত করা নয়; দেশের মানুষের সেবায় ৬০ লাখের বেশি সদস্যকে কার্যকরভাবে কাজে লাগানোই মূল লক্ষ্য।
এছাড়া, সঞ্জীবন প্রকল্পের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র্য দূরীকরণ এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার আশা প্রকাশ করেন।
সভায় কুমিল্লা রেঞ্জ পরিচালক মো. মাহবুবুর রহমানসহ বাহিনীর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/এসএইচ