ভোরের আকাশ ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৩৫ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশে টাইফয়েড জ্বরের ভয়াবহ প্রাদুর্ভাব রোধে আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী টিকাদান ক্যাম্পেইন শুরু করছে সরকার। এই কর্মসূচির আওতায় সারা দেশে ৪ কোটি ৯০ লাখ শিশুকে এই টিকা দেওয়া হবে।
রোববার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর সাংবাদিকদের এ তথ্য জানান।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, আগামী ১২ অক্টোবর থেকে পরবর্তী ১০ দিন ঢাকাসহ সারা দেশের জেলা-উপজেলা পর্যায়ের স্কুল কলেজে টিকাদান কার্যক্রম চলবে। পরবর্তীতে ১ নভেম্বর থেকে পরবর্তী ১০ দিন ইউনিয়ন পর্যায়ে সেন্টারগুলো থেকে টিকা দেওয়া হবে।
গত ১ আগস্ট থেকে সারা দেশে স্কুল-কলেজগুলোতে এ বিষয়ে রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান রয়েছে। www.vexepi.gov.bd এই ওয়েবসাইটে জন্ম নিবন্ধন সনদের তথ্য দিয়ে শিশুদের রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান রয়েছে। যাদের এই রেজিস্ট্রেশন থাকবে টিকাদানে তারা ১২ অক্টোবর থেকে যেকোনো সেন্টারে গিয়ে টিকা দিতে পারবে। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সেন্টারগুলোতে শিশুরা টিকা দিতে পারবে। এ জন্য সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত জনবল নিয়োগ করা আছে।
মহাপরিচালক বলেন, টাইফয়েড একটি সংক্রামক রোগ। খাওয়ার আগে এবং মলমূত্রত্যাগের পরে ভালোভাবে হাত ধুলে এই রোগ থেকে রেহাই পাওয়া যেতে পারে। তবে অন্যান্য কারণেও এই টাইপের রোগ হতে পারে।
তিনি বলেন, সারা দেশের ৯ মাস বয়স থেকে ১৫ বছর বয়সী সব শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে।
তিনি আরো বলেন, যাদের জন্ম সনদ নেই তাদেরও টিকা দেওয়া হবে। তবে সে ক্ষেত্রে তাদের তথ্য বিস্তারিতভাবে সেন্টারগুলো কর্মকর্তাদের কাছে দিতে হবে।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অ্যাডমিন ও প্লানিং, পরিচালক প্রশাসন ডাক্তার মোহাম্মদ আবু হানিফ, ইপিআই’র লাইন ডিরেক্টর ডাক্তার মো. আব্দুল্লাহ আল মুরাদসহ স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/এসএইচ