× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্ব সমুদ্র দিবস আজ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ০৮ জুন ২০২৫ ০৩:৫৯ পিএম

বিশ্ব সমুদ্র দিবস আজ

বিশ্ব সমুদ্র দিবস আজ

৮ জুন আজ, আন্তর্জাতিক সমুদ্র দিবস। ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনেরোতে হওয়া ধরিত্রী সম্মেলনে দিবসটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সে বছরই প্রথমবারের মতো দিনটি পালন করা হয়। এরপর ২০০৮ সালে জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের ৬৩তম অধিবেশনে দিবসটি আনুষ্ঠানিক স্বীকৃতি পায় এবং ২০০৯ সাল থেকে প্রতি বছর ৮ জুন আন্তর্জাতিক সমুদ্র দিবস হিসেবে পালন করা হচ্ছে। দিবসটির মূল লক্ষ্য সাগর ও মহাসাগর সম্পর্কে বিশ্ববাসীর সচেতনতা বৃদ্ধি করা।

সাম্প্রতিক গবেষণা বলছে, বিশ্বজুড়ে সমুদ্রের তাপমাত্রা এখন রেকর্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালে প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, মহাসাগরগুলোর তাপমাত্রা ইতিহাসের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে এবং ২০২৪ সাল ছিল মানব ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছর। জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রভাবই এ উষ্ণতা বৃদ্ধির মূল কারণ বলে বিজ্ঞানীরা মনে করছেন।

সমুদ্রের উষ্ণতা বাড়ার ফলে জীববৈচিত্র্য ভয়াবহ হুমকির মুখে পড়েছে। অসংখ্য সামুদ্রিক প্রাণী ও উদ্ভিদ প্রজাতি এ পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে না পেরে অস্তিত্ব সংকটে পড়ছে।তাছাড়া, প্লাস্টিক দূষণও সমুদ্রের জন্য একটি বড় সংকট হয়ে উঠেছে। ২০১৯ সালে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার জানিয়েছিল, প্রতি বছর আট মিলিয়ন টনের বেশি প্লাস্টিক বর্জ্য সাগরে যাচ্ছে। বর্তমানে প্রায় ১৭১ ট্রিলিয়ন প্লাস্টিক কণা বিশ্ব মহাসাগরে ভাসমান বলে ধারণা করা হচ্ছে, যা পরিবেশগত ভারসাম্য ধ্বংস করছে।

উপকূলবর্তী দেশ বাংলাদেশের বিশাল সমুদ্রসীমা ও বিপুল সম্ভাবনাময় নীল অর্থনীতি রয়েছে। তবে এ সম্ভাবনাকে কাজে লাগাতে হলে প্রয়োজন কার্যকর পরিকল্পনা ও শক্তিশালী প্রশাসনিক কাঠামো। দেশের সমুদ্রবিজ্ঞানী ও গবেষকরা তাই ’সমুদ্র মন্ত্রণালয়’ নামে একটি পৃথক মন্ত্রণালয় গঠনের দাবি জানিয়েছেন। তারা বলছেন, বর্তমানে নির্দিষ্ট অভিভাবক না থাকায় বিশাল সমুদ্রসম্পদ ব্যবস্থাপনায় দায়িত্বশীলতা ও সমন্বয়ের অভাব লক্ষ করা যাচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, বঙ্গোপসাগরকে বাঁচাতে হলে এ মুহূর্তে একটি ‘মেরিন কনজারভেশন অ্যাকশন প্ল্যান’ তৈরি করা জরুরি। কারণ, আলাদা মন্ত্রণালয় না থাকায় ট্যুরিস্ট পুলিশ, নেভি, কোস্টগার্ড, সাগর গবেষণা ইনস্টিটিউট ও পরিবেশ মন্ত্রণালয়ের মতো সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা বিরাজ করছে।

পরিবেশ রক্ষায় ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই সমুদ্রব্যবস্থাপনা নিশ্চিত করতে হলে এখনই সচেতনতা, পরিকল্পনা ও বাস্তবায়নের সমন্বিত পদক্ষেপ নেয়া সময়ের দাবি।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-
 পররাষ্ট্র উপদেষ্টা: “ভিসা জটিলতার পেছনে আমাদের ঘর গোছানোর প্রয়োজন”

পররাষ্ট্র উপদেষ্টা: “ভিসা জটিলতার পেছনে আমাদের ঘর গোছানোর প্রয়োজন”

সংশ্লিষ্ট

পররাষ্ট্র উপদেষ্টা: “ভিসা জটিলতার পেছনে আমাদের ঘর গোছানোর প্রয়োজন”

পররাষ্ট্র উপদেষ্টা: “ভিসা জটিলতার পেছনে আমাদের ঘর গোছানোর প্রয়োজন”

আমরা আর দাসত্বের মধ্যে থাকতে চাই না: প্রধান উপদেষ্টা

আমরা আর দাসত্বের মধ্যে থাকতে চাই না: প্রধান উপদেষ্টা

টিভি চ্যানেলসমূহের আচরণবিধি জনসম্মুখে প্রকাশ করতে হবে: তথ্য উপদেষ্টা

টিভি চ্যানেলসমূহের আচরণবিধি জনসম্মুখে প্রকাশ করতে হবে: তথ্য উপদেষ্টা

বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের বক্তব্য অনাকাঙ্ক্ষিত: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের বক্তব্য অনাকাঙ্ক্ষিত: পররাষ্ট্র উপদেষ্টা