আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫ ০৩:৫৩ এএম
নতুন হামলার জবাব দিতে প্রস্তুত ইরান: খামেনি
নতুন করে যেকোনো ধরনের সামরিক আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত রয়েছে ইরান—এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। বুধবার (১৬ জুলাই) রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বক্তৃতায় তিনি বলেন, “১২ দিনের ইরান-ইসরায়েল যুদ্ধের সময় যেভাবে পাল্টা জবাব দেওয়া হয়েছিল, প্রয়োজনে তার চেয়েও বড় জবাব দিতে পারবে ইরান।”
খামেনি বলেন, “আমরা যুক্তরাষ্ট্র ও তাদের অনুগত কুকুর ইসরায়েলের মুখোমুখি হতে সম্পূর্ণ প্রস্তুত। এটি একটি গর্বের বিষয়।”
উল্লেখ্য, গত মাসে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাদের দাবি, ওই স্থাপনাগুলো পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছিল। তবে ইরান শুরু থেকেই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক এবং শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত।
বক্তব্যে খামেনি আরও উল্লেখ করেন, কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ছিল একটি গুরুত্বপূর্ণ বার্তা। তিনি বলেন, “ওই ঘাঁটি ছিল যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে সংবেদনশীল ঘাঁটিগুলোর একটি। আমাদের কাছে আরও বড় আঘাত হানার সামর্থ্য রয়েছে।”
এদিকে, পারমাণবিক আলোচনায় ফেরার জন্য আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে তেহরান। যুক্তরাষ্ট্র ও ইউরোপের তিনটি প্রধান দেশ ইরানকে আগস্টের শেষ নাগাদ আলোচনায় অগ্রগতি ঘটানোর সময়সীমা বেঁধে দিয়েছে।
এই প্রেক্ষাপটে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ার করে বলেন, আলোচনায় অগ্রগতি না হলে জাতিসংঘের ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়ার মাধ্যমে ইরানের ওপর আগের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হতে পারে।
এ বিষয়ে খামেনি বলেন, “আমরা কূটনৈতিক ও সামরিক উভয় দিকেই সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে এগিয়ে যাই, কোনো ধরনের দুর্বলতা থেকে নয়।” তিনি কূটনীতিকদের প্রতি আহ্বান জানান যেন তারা তার দেওয়া দিকনির্দেশনা অনুযায়ী কৌশল চালিয়ে যান, যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।
এদিন ইরানের পার্লামেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, পূর্বশর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করা উচিত নয়।
সূত্র: রয়টার্স
ভোরের আকাশ//হ.র