আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৫ ০২:৩৩ এএম
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাসিক সভাপতিত্বের দায়িত্ব নিলো পাকিস্তান
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাসভিত্তিক সভাপতির দায়িত্ব গ্রহন করেছে পাকিস্তান। মঙ্গলবার (১ জুলাই) থেকে শুরু হওয়া এই দায়িত্ব পাকিস্তানের জন্য কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। চলতি বছর জানুয়ারি থেকে ২০২৬ সালের শেষ পর্যন্ত অস্থায়ী সদস্য হিসেবে নিরাপত্তা পরিষদে থাকা পাকিস্তান এবারে প্রথমবারের মতো ২০১৩ সালের পর সভাপতিত্ব গ্রহণ করল।
পাকিস্তানের জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার আহমদ বলেন, “বর্তমান বিশ্ব অস্থিতিশীলতার মধ্যে রয়েছে, যেখানে যুদ্ধ, জটিল ভূ-রাজনৈতিক দ্বন্দ্ব ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি বাড়ছে। এই সময়ে নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব নেওয়া পাকিস্তানের জন্য একটি বড় দায়িত্ব।”
যদিও নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব নির্বাহী ক্ষমতা প্রদান করে না, তবে সভাপতি দেশ আলোচনার সূচি ও অগ্রাধিকার নির্ধারণে প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন, গাজা ও ইউক্রেন সংকটসহ নানাবিধ বৈশ্বিক ইস্যুতে নিরাপত্তা পরিষদ কার্যত অচল অবস্থায় রয়েছে। তাই পাকিস্তানের নেতৃত্বের প্রতি আন্তর্জাতিক নজর বাড়বে।
আসিম ইফতিখার আহমদ আরও জানান, “পাকিস্তান সবসময় শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তি ও কূটনীতির পক্ষে। আমরা সংলাপের মাধ্যমে সকল সদস্যের সঙ্গে সমন্বয় এবং স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করবো।”
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মোট ১৫ সদস্য রয়েছেন, যার মধ্যে ৫ স্থায়ী এবং ১০ অস্থায়ী। প্রত্যেক সদস্য মাসিক ভিত্তিতে সভাপতির দায়িত্ব পালন করে থাকেন। পাকিস্তানের এই দায়িত্ব নেওয়া বিশ্ব রাজনীতিতে নতুন দৃষ্টিভঙ্গির প্রত্যাশা জাগিয়েছে।
ভোরের আকাশ//হ.র