ভোরের আকাশ প্রতিবেদক
প্রকাশ : ১১ জুন ২০২৫ ১১:২০ এএম
সংগৃহীত ছবি
শুরু হয়েছে ডেঙ্গুর পিক মৌসুম। বাড়ছে হাসপাতালে ভর্তি হওয়া নতুন ডেঙ্গু রোগীর সংখ্যা। ডেঙ্গু ও করোনার উপসগসমূহের মধ্যে বেশির ভাগ ক্ষেত্রে মিল রয়েছে। একই সময়ে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন রাজধানীবাসী।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ৩৮ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। ফলে চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে গেল। দেশের সকল বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক ডেঙ্গুবিষয়ক দৈনিক তথ্য স্বাস্থ্য অধিদপ্তরে নিয়মিত পাঠায় না বলে অভিযোগ রয়েছে। ফলে ডেঙ্গুর প্রকৃত চিত্র ফুটে উঠছে না।
গতকাল মঙ্গরবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের চারজন রয়েছেন।
২৪ ঘণ্টায় ২৭ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। চলতি বছরে এ যাবৎ মোট চার হাজার ৫৬৪ রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। চলতি বছরের ১০ জুন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে পাঁচ হাজার ১৫ জন। এর মধ্যে ৫৯ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৩ শতাংশ নারী রয়েছে।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি, চলতি বছরে এযাবৎ ডেঙ্গুতে ২৩ জনের মৃত্যু হয়েছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছে ৫৭৫ জন।
এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয় ও পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
ভোরের আকাশ/এসএইচ