ভোরের আকাশ প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫ ০৩:১৪ এএম
ঢাকায় ‘বেজক্যাম্প’: শহরের মধ্যে রোমাঞ্চকর এক ভ্রমণ অভিজ্ঞতা
ইট–সিমেন্টের যান্ত্রিক শহরে শিশু-কিশোরদের জন্য ভিন্নধর্মী রোমাঞ্চকর অভিজ্ঞতা দিচ্ছে বেজক্যাম্প। ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ বিমানবাহিনী ও বেজক্যাম্প অ্যাডভেঞ্চারস লিমিটেডের যৌথ উদ্যোগে গড়ে ওঠা এই অ্যাডভেঞ্চার ক্যাম্পটি এখন পরিবারের ভ্রমণের নতুন গন্তব্য হয়ে উঠছে।
বেজক্যাম্পে গিয়ে দেখা গেল, ছোট্ট মাহিরা হোসেন নির্ভীকভাবে জিপ লাইন চড়ছে, আর তার ভাই সারাফ কিছুটা ভীত হয়ে নেমে আসছে। প্রশিক্ষকের সহায়তায় তারা প্রস্তুত হচ্ছিল হেলমেট ও হারনেস পরে নতুন এক অভিজ্ঞতার জন্য। মাহিরার বাবা হেসে বললেন, “আমি তো ভেবেছিলাম মেয়ে ভয় পাবে, হলো তো ঠিক উল্টো!”
শুধু অ্যাডভেঞ্চারই নয়, এখানে রয়েছে শিশু-কিশোরদের জন্য বিশেষ ‘লাইফ স্কিল ডেভেলপমেন্ট’ কর্মশালা। ট্রাফিক সিগন্যাল বোঝা, প্রাথমিক চিকিৎসা, গাছ লাগানো, রান্না, তাঁবু খাটানো, কাঠের কাজসহ নানা বাস্তব জীবনের শিক্ষা দেওয়া হয় হাতে-কলমে। দুই সপ্তাহ পরপর আয়োজিত এই কর্মশালায় অংশ নিতে হয় আগেভাগে নিবন্ধনের মাধ্যমে।
ক্যাম্পের সিনিয়র অপারেশন ম্যানেজার ইসরাত জাহান জানান, "একদিনেই সব শেখানো সম্ভব না, তাই আমরা মৌলিক ও কার্যকর বিষয়গুলো বেছে নিই। শিশুদের আগ্রহ সৃষ্টি করাটাই আমাদের মূল লক্ষ্য।"
ভিন্নধর্মী প্যাকেজ ও খরচ
বেজক্যাম্পে প্রবেশের পর প্রথমেই অংশগ্রহণকারীদের দেওয়া হয় নির্দেশনা, এরপর শুরু হয় মাঠপর্যায়ে কার্যক্রম। প্যাকেজভেদে খরচ ৯৫০ থেকে ৫,৫০০ টাকা পর্যন্ত। রয়েছে সকাল, দুপুর, বিকেল ও সন্ধ্যার প্যাকেজ। শিক্ষার্থীরা আইডি কার্ড দেখিয়ে উপভোগ করতে পারেন ‘ফ্রেন্ডস হ্যাংআউট’ প্যাকেজ।
‘ফ্যামিলি এসকেপ’ প্যাকেজটি শুধু শিশু ও তার অভিভাবকদের জন্য। এছাড়া বড় দল হলে আয়োজন সাজিয়ে নেওয়ারও সুযোগ রয়েছে। জন্মদিন, করপোরেট প্রোগ্রাম বা বিয়ের অনুষ্ঠানেও ভাড়া নেওয়া যায় ভেন্যুটি।
নিরাপত্তা ও অন্যান্য সুবিধা
প্রত্যেক কার্যক্রমে সঙ্গে থাকেন প্রশিক্ষক, যিনি দেন প্রয়োজনীয় দিকনির্দেশনা। আছে ক্লাইম্বিং ওয়াল, ট্রি টপ অ্যাকটিভিটি, আর্চারি, ফুটবল খেলার সুযোগও। প্রতিটি অভিজ্ঞতা শারীরিক ও মানসিক দক্ষতার পরীক্ষা নেয়। তাই আরামদায়ক পোশাক পরার পরামর্শ দেন আয়োজকরা।
সহজ যাতায়াত
বেজক্যাম্পে যেতে সবচেয়ে সুবিধাজনক মাধ্যম মেট্রোরেল। আগারগাঁও মেট্রোরেল স্টেশন থেকে মাত্র এক মিনিটের হাঁটার পথ। আইডিবি ভবনের উল্টো পাশে, বিমানবাহিনী জাদুঘরের পাশেই এর অবস্থান।
বেজক্যাম্প সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে যোগাযোগ করা যেতে পারে—
মোবাইল: ০১৯৪২৭৭৭৯৯৯
ওয়েবসাইট: airforcebasecamp.com
ভোরের আকাশ//হ.র