× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুয়েটের শিক্ষকদের আন্দোলনের মুখে অন্তর্বর্তীকালীন ভিসির পদত্যাগ

খুলনা ব্যুরো

প্রকাশ : ২২ মে ২০২৫ ০৮:৪২ পিএম

কুয়েটের শিক্ষকদের আন্দোলনের মুখে অন্তর্বর্তীকালীন ভিসির পদত্যাগ

কুয়েটের শিক্ষকদের আন্দোলনের মুখে অন্তর্বর্তীকালীন ভিসির পদত্যাগ

শিক্ষকদের অনাস্থা ও আন্দোলনের মুখে এবার পদত্যাগ করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অন্তর্বর্তী উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. হযরত আলী। বুধবার বিকালে শিক্ষা উপদেষ্টার কাছে তিনি পদত্যাগ পত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (২২ মে) পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন কুয়েটের রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার মো. আনিসুর রহমান ভূঁইয়া।

এর আগে, কুয়েটের ভিসি অধ্যাপক ড. হযরত আলীর পদত্যাগের একদফা ঘোষণাসহ তার প্রতি অনাস্থা জানিয়েছেন কুয়েট শিক্ষক সমিতি।

এদিকে, বৃহষ্পতিবার সকা‌লেও কুয়েটের ভিসির দা‌য়িত্ব থে‌কে প্রফেসর ড. মোঃ হযরত আলীর পদত্যাগ, যোগ্য ভিসি নিয়োগ ও দ্রুত কুয়েতের অচলাবস্থা নিরসনের দাবিতে মানববন্ধন ক‌রেন শিক্ষকবৃন্দ। শিক্ষকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের ১৯ ব্যাচের শিক্ষার্থীরাও এ মানববন্ধনে যোগ দেয়। বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলা পাদদেশের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন কুয়েট শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর গোলাম কাদের।

ইউজিসির সূত্র জানায়, অন্তর্বর্তীকালীন ভিসি প্রফেসর ড. হযরত আলী পদত্যাগ করে তার মূল কর্মস্থল চুয়েটে ফিরে গেছেন। বুধকার পদত্যাগ করার পর কুয়েট ভিসির ব্যক্তিগত গাড়িটি তিনি ফিরিয়ে দেন। টানা আড়াই মাস ছাত্র আন্দোলনের মুখে কুয়েটের ভিসি প্রফেসর ড. মো. মাসুদকে সরিয়ে দেয়ার পর গত ০১ মে অন্তর্বর্তীকালীন ভিসি হিসেবে তিনি নিয়োগ পান। এরপর শিক্ষকদের আন্দোলনের মুখে বন্ধ হয়ে যায় একাডেমিক কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের ১৯ ব্যাচের শিক্ষার্থীরা আন্দোলনরত শিক্ষকদের সাথে যোগ দেয়। বুধবার ভিসির পদত্যাগ দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয় আন্দোলনরত শিক্ষকরা। উত্তপ্ত এই পরিস্থিতির মধ্যে তিনি কুয়েট ত্যাগ করে ঢাকা চলে যান। কুয়েটের চলমান অচল অবস্থা নিরশনে এখনো পর্যন্ত নতুন কাউকে ভিসি ও প্রো-ভিসি হিসেবে দায়িত্ব হয়নি।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ জানান, শিক্ষকদের আন্দোলনের কারনে বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা চলছে। তাদের আল্টিমেটামের কারণে অর্ন্তর্বতীকালীন ভিসি প্রফেসর ডঃ হযরত আলী পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছেন।

কুয়েটের রেজিস্টার প্রকৌশলী মো. আনিসুর রহমান ভূঞা জানান, অর্ন্তর্বতীকালীন ভিসি পদত্যাগ করেছেন এ বিষয়টি তিনি টেলিফোনে নিশ্চিত হয়েছেন।

এর আ‌গে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২৫ এপ্রিল কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে অব্যাহতি দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। 

ভোরের আকাশ/এসআই

  • শেয়ার করুন-
 আসিফ নজরুল ও আলী ইমাম মজুমদারের অপসারণ দাবি জুলাই ঐক্যের

আসিফ নজরুল ও আলী ইমাম মজুমদারের অপসারণ দাবি জুলাই ঐক্যের

সংশ্লিষ্ট

শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিল করে প্রজ্ঞাপন

শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিল করে প্রজ্ঞাপন

খুবিতে ২ কোটি ৫ লাখ টাকা গবেষণা অনুদানের চেক বিতরণ

খুবিতে ২ কোটি ৫ লাখ টাকা গবেষণা অনুদানের চেক বিতরণ

কুয়েটের শিক্ষকদের আন্দোলনের মুখে অন্তর্বর্তীকালীন ভিসির পদত্যাগ

কুয়েটের শিক্ষকদের আন্দোলনের মুখে অন্তর্বর্তীকালীন ভিসির পদত্যাগ

৪৬তম ও ৪৭তম বিসিএস পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন

৪৬তম ও ৪৭তম বিসিএস পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন