অর্থনীতি ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫ ০১:২৯ এএম
জুলাইয়ে রপ্তানি আয়ে প্রায় ২৫ শতাংশ প্রবৃদ্ধি
২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশের রপ্তানি খাতে চমকপ্রদ অগ্রগতি দেখা গেছে। এক মাসেই রপ্তানি আয়ে প্রায় ২৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে বলে জানিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
ইপিবির প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, জুলাই মাসে মোট ৪.৭৭ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। আগের অর্থবছরের (২০২৪-২৫) একই সময়ে রপ্তানি ছিল ৩.৮২ বিলিয়ন ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে রপ্তানি বেড়েছে ২৪.৯০ শতাংশ।
পোশাক খাতেই ৩.৯৬ বিলিয়ন ডলারের আয়
সবচেয়ে বড় রপ্তানি খাত তৈরি পোশাক (RMG) খাত থেকে এসেছে ৩.৯৬ বিলিয়ন ডলার। যা গত বছরের তুলনায় ২৪.৬৭ শতাংশ বেশি। এর মধ্যে নিটওয়্যার রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে ২.১৭ বিলিয়ন ডলার (প্রবৃদ্ধি ২৬.০১%) এবং ওভেন পোশাক রপ্তানি হয়েছে ১.৭৮ বিলিয়ন ডলার (প্রবৃদ্ধি ২৩.০৮%)।
হোম টেক্সটাইলস খাত থেকেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি এসেছে—১৩.২৪ শতাংশ বেড়ে আয় হয়েছে ৬৮.০৮ মিলিয়ন ডলার।
অন্যান্য খাতেও অগ্রগতি
পাট ও পাটজাত পণ্য: আয় ৪.৯২ শতাংশ বেড়ে ৫৫.৪৪ মিলিয়ন ডলার
চামড়া ও চামড়াজাত পণ্য: আয় ২৯.৬৫ শতাংশ বেড়ে ১২৭.৩৮ মিলিয়ন ডলার
কৃষিপণ্য: আয় ১২.৮৬ শতাংশ বেড়ে ৯০.৫০ মিলিয়ন ডলার
হিমায়িত ও জ্যান্ত মাছ: আয় ৪২.৭১ শতাংশ বেড়ে ৪১.২০ মিলিয়ন ডলার, যার মধ্যে চিংড়ি রপ্তানি হয়েছে ৩১.২৩ মিলিয়ন ডলার (প্রবৃদ্ধি ৪৭.৩৮%)
ইঞ্জিনিয়ারিং পণ্য: আয় ৭৪.৪৫ শতাংশ বেড়ে ৫৮.২৩ মিলিয়ন ডলার
প্লাস্টিক পণ্য: আয় ৭.৪১ শতাংশ বেড়ে ২১.১৬ মিলিয়ন ডলার
এই প্রবৃদ্ধি রপ্তানি খাতে বাংলাদেশের সক্ষমতা ও সম্ভাবনাকে আরও সুদৃঢ় করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও এমন অগ্রগতি নিঃসন্দেহে উৎসাহব্যঞ্জক।
ভোরের আকাশ//হ.র