অর্থনীতি ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৫ ১১:১৮ পিএম
জুনে এলো ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স
২০২৪-২৫ অর্থবছরের শেষ মাস জুনে ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে বাংলাদেশে। চলতি অর্থবছরের এই মাসে ব্যাংকিং চ্যানেলে দেশে পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২৮১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ হাজার ৪০৪ কোটি টাকার সমপরিমাণ (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৪০ লাখ ডলার বা প্রায় ১ হাজার ১৪৭ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা যায়, এর আগে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল মার্চে—৩২৯ কোটি ডলার। দ্বিতীয় সর্বোচ্চ ছিল মে মাসে, ২৯৭ কোটি ডলার। সেই হিসাবে জুন মাসের রেমিট্যান্স প্রবাহ ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ব্যাখ্যা অনুযায়ী, বৈধ চ্যানেলে প্রবাসী আয় পাঠাতে নেওয়া বিভিন্ন উদ্যোগ, উৎসবকেন্দ্রিক রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং হুন্ডির মতো অবৈধ পথে রেমিট্যান্স পাঠানো ent discouragement-এর ফলেই এই প্রবণতা দেখা যাচ্ছে।
চলতি অর্থবছরের (২০২৪-২৫) ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত সময়ের মধ্যে মোট রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরের এই সময়ের মধ্যে প্রবাসী আয় ছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার।
মাসওয়ারি বিশ্লেষণে দেখা যায়, জুলাইয়ে এসেছে ১৯১ কোটি ৩৭ লাখ ডলার, আগস্টে ২২২ কোটি ১৩ লাখ, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪১ লাখ, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ, নভেম্বরে ২২০ কোটি, ডিসেম্বরে ২৬৪ কোটি, জানুয়ারিতে ২১৯ কোটি, ফেব্রুয়ারিতে ২৫৩ কোটি, মার্চে ৩২৯ কোটি, এপ্রিলে ২৭৫ কোটি, মে মাসে ২৯৭ কোটি এবং সর্বশেষ জুনে এসেছে ২৮২ কোটি ডলার।
বিশ্লেষকরা বলছেন, চলমান ধারা অব্যাহত থাকলে আগামী অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ নতুন রেকর্ড গড়তে পারে।
ভোরের আকাশ//হ.র