× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাম্পের শুল্কে বিভ্রান্ত দেশের রপ্তানিকারকরা

বাংলাদেশের রপ্তানি দশমিক ৫ শতাংশ কমবে

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ০৬ মে ২০২৫ ০৮:৪৬ পিএম

বাংলাদেশের রপ্তানি দশমিক ৫ শতাংশ কমবে

বাংলাদেশের রপ্তানি দশমিক ৫ শতাংশ কমবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সেলিম রায়হান ও ইউনাইটেড নেশন্স ইউনিভার্সিটির ওয়ার্ল্ড ইনস্টিটিউট ফর ডেভেলপমেন্ট ইকোনমিকস রিসার্চের পরিচালক কুনাল সেনের এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। আগামী ৯ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রে কার্যকর হবে ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আদেশ। এই শুল্ক কার্যকর হলে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি শূন্য দশমিক ৩ শতাংশ কমে যেতে পারে। এ ছাড়া রপ্তানি প্রবৃদ্ধি কমতে পারে শূন্য দশমিক ৫ শতাংশ।

গ্লোবাল ট্রেড অ্যানালাইসিস প্রকল্পের আওতায় এই গবেষণা করা হয়। গবেষণায় প্রাপ্ত তথ্যের একটি সারমর্ম যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য কনভারসেশনে ২ মে প্রকাশিত হয়েছে।

গবেষণায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ না হয়ে বিদ্যমান শুল্ক বহাল থাকলে সে ক্ষেত্রে বাংলাদেশের জিডিপিতে কোনো প্রভাব পড়বে না। উল্টো রপ্তানি ১ দশমিক ১ শতাংশ বাড়তে পারে।

গবেষণায় আরও বলা হয়েছে, ট্রাম্পের পাল্টা শুল্কের প্রভাবে বিশ্বের সব দেশ ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো। বাংলাদেশ, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ভিয়েতনামের মতো দেশগুলো প্রাথমিকভাবে লাভবান হলেও দীর্ঘ মেয়াদে ক্ষতিগ্রস্ত হবে। এক গাণিতিক মডেলিং ব্যবহার করে এই গবেষণা করা হয়েছে।

গবেষণার ওপর ভিত্তি করে যুক্তরাজ্যের কনভারসেশনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, উন্নয়নশীল দেশের শ্রম সস্তা। তাই যেসব দেশ বা কোম্পানি চীন থেকে উৎপাদন সরিয়ে নেবে, তার সুযোগ এই দেশগুলো শুরুতে হয়তো নিতে পারবে। কিন্তু পাল্টা শুল্ক পুরোপুরি কার্যকর হলে এসব দেশ নতুন সুবিধা হারাবে।

গবেষণায় গাণিতিক হিসাবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বলা হয়, কম্বোডিয়ার ক্ষেত্রে রপ্তানি প্রবৃদ্ধির হার ৪ শতাংশ থেকে কমে ১ দশমিক ৬ শতাংশে নেমে আসবে। আর ইন্দোনেশিয়ার ক্ষেত্রে তা শূন্য দশমিক ৭ শতাংশে অপরিবর্তিত থাকবে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে এই প্রভাব দেখা যাবে।

এ প্রসঙ্গে সেলিম রায়হান বলেন, পাল্টা শুল্কের ধাক্কা সামলানোর ক্ষেত্রে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল। এই ধাক্কা মোকাবিলা করে টিকে থাকতে হলে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে হবে। এ জন্য দরকার হবে রপ্তানি পণ্যের বহুমুখীকরণ। উন্নয়নশীল দেশগুলোর পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি ও আঞ্চলিক সহযোগিতা বাড়ানো গেলে এই ধাক্কা সামলানো সহজ হবে।

সেলিম রায়হান আরও বলেন, পাল্টা শুল্কের কারণে বৈশ্বিক বাণিজ্যে যে অনিশ্চয়তা সৃষ্টি হবে, তার ধাক্কা কী হবে, সেটা এই গবেষণায় তুলে আনা হয়নি। ফলে পাল্টা শুল্কের প্রভাব শুধু গবেষণার ফলাফলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ট্রাম্প হয়তো একেক দেশের সঙ্গে একেক ধরনের চুক্তি করবেন। ফলে বিশ্ববাণিজ্য ব্যবস্থা আরও বিকৃত হবে। এসব অনিশ্চয়তার প্রভাব কী হবে, তা আমরা এখনই বলতে পারি না। অর্থাৎ সার্বিকভাবে অনিশ্চয়তা বাড়ছে।

তবে গবেষকেরা মনে করেন, যেসব দেশের অর্থনীতি বহুমুখী, যাদের শক্তিশালী আঞ্চলিক যোগাযোগ ও শক্তিশালী বাণিজ্য কাঠামো আছে, সেই সব দেশের পক্ষে এই ধাক্কা সামলানো সহজ হবে।   

ভোরের আকাশ/এসআই

  • শেয়ার করুন-
 ভারতীয় হুমকি মোকাবিলায় প্রস্তুতি: আইএসআই সদর দপ্তরে প্রধানমন্ত্রী শাহবাজ

ভারতীয় হুমকি মোকাবিলায় প্রস্তুতি: আইএসআই সদর দপ্তরে প্রধানমন্ত্রী শাহবাজ

সংশ্লিষ্ট

রেমিট্যান্স ও রপ্তানি আয় বাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি

রেমিট্যান্স ও রপ্তানি আয় বাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি

বিনিয়োগকারীরা চারটি বড় চ্যালেঞ্জের মুখে: বিডা

বিনিয়োগকারীরা চারটি বড় চ্যালেঞ্জের মুখে: বিডা

একদিনের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম

একদিনের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম

আগামী এডিপির আকার হচ্ছে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা

আগামী এডিপির আকার হচ্ছে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা