iftekhar hossain
প্রকাশ : ২০ মার্চ ২০২৫ ০৩:৪৯ এএম
অন্যায়ের প্রতিবাদ করায় হামলার শিকার সাংবাদিক সজীব
কুমিল্লার কালীরবাজার ইউনিয়নের ধনুয়াখলা গ্রামে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন সিএনএন বাংলা টিভির নিজস্ব প্রতিনিধি আবুল হাসনাত সজীব ও তার সহকর্মী মো. মাজারুল ইসলাম। মঙ্গলবার (১৮মার্চ) জাতিয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গত ২৭ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে ৮-১০ জন সশস্ত্র সন্ত্রাসী তাদের ওপর অতর্কিত হামলা চালায়। স্থানীয়রা আহতদের কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করেন।
সজীব অভিযোগ করেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিহতকারী ছাত্রলীগ নেতা আশিক, আমেরিকা প্রবাসী সজীব ও মনু মিয়ার ছেলে জনি এই হামলার নেতৃত্ব দেন। তিনি জানান, কুমিল্লা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. রেজাউল কাইয়ুম আওয়ামী সন্ত্রাসীদের বিএনপিতে অনুপ্রবেশ করানোর চেষ্টা করছেন, যা তিনি প্রকাশ্যে প্রতিবাদ করেছিলেন। এছাড়াও রেজাউল ও তার ভাই রাশেদ এর নানা অপকর্ম নিয়ে প্রতিবেদন প্রকাশ করার পর থেকে সজিব ও তার পরিবারকে নানারূপ হুমকি দিয়ে আসছে বলে তিনি জানিয়েছেন।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় অভিযোগ করা হলেও এখন পর্যন্ত কোনো তদন্ত হয়নি। সাংবাদিক সজীব হামলার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
ভোরের আকাশ/মি