নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ মে ২০২৫ ০৪:০৪ পিএম
বাড্ডায় দুর্বৃত্তের গুলিতে বিএনপি নেতার মৃত্যু
রাজধানীর মধ্যবাড্ডার গুদারাঘাট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল আহসান সাধন। শনিবার (২৫ মে) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানিয়েছে, গুদারাঘাটের ৪ নম্বর রোডের নুরজাহান মঞ্জিলের সামনে চেয়ারে বসে আড্ডা দিচ্ছিলেন সাধন। এমন সময় মুখে মাস্ক পরা দুইজন দুর্বৃত্ত হঠাৎ তার ওপর এলোপাতাড়ি গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি।
স্থানীয়রা দ্রুত তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ ও আশপাশের সিসিটিভি ফুটেজ জব্দ করেছে। হামলাকারীদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সাধনের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, তিনি ইন্টারনেট ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনে ব্যবসায়িক দ্বন্দ্ব নাকি রাজনৈতিক বিরোধ—তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
ভোরের আকাশ//হ.র