× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইলিশ মাছ কেবলই স্বপ্ন : চড়া দামে ক্রেতার নাগালের বাইরে

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৭ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীতে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এমন দিনে ইলিশ খাওয়া বাঙালির কাছে দারুণ পছন্দের হলেও বাজার ঘুরে দেখা গেছে, পর্যাপ্ত ইলিশ নেই। বড় ও মাঝারি আকারের ইলিশের দাম সাধারণ ক্রেতাদের ধরাছোঁয়ার বাইরে। 

ফলে বিক্রেতারা হাঁকডাক দিলেও ক্রেতারা দর শুনে হতাশ হচ্ছেন। দরদাম করেও খুব একটা কিনতে পারছেন না।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর মুগদা এরিয়ার বাজার, শান্তিনগর, সেগুনবাগিচা বাজারে ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

বাজারভেদে এক কেজি বা তার বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৬০০ থেকে ৩ হাজার টাকায়। আধা কেজির ইলিশ ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৬০০ টাকায়, ৬০০–৮৫০ গ্রামের ইলিশ ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে প্রতিকেজি জাটকা পাওয়া যাচ্ছে ৫৫০ থেকে ৭০০ টাকায়।

শান্তিনগর বাজারের মাছ বিক্রেতা সাইফুল আলম জানান, সাগরে বৈরী আবহাওয়া ও মৌসুম শেষের দিকে হওয়ায় জেলেরা পর্যাপ্ত মাছ পাচ্ছেন না। ফলে চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়ে গেছে। রাজধানীর নিউমার্কেটের বিক্রেতা মানিকের ভাষায়, মৌসুম শেষের পথে, তাই ইলিশের জোগান আর বাড়বে না।

মুগদায় বাজার করতে আসা মিলন বলেন, ‘এ বছর চড়া দামের কারণে বড় ইলিশ কেনা হয়নি। ভেবেছিলাম মৌসুম শেষে দাম কমবে, কিন্তু হয়নি। ৮৫০-৯০০ গ্রামের একটা ইলিশ ২২০০ টাকা চাইলো, আমি ২ হাজার বললাম—তবু দিল না।’

আরেক ক্রেতা সেগুনবাগিচার মাহাদি অভিযোগ করেন, দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। তার মতে, সরকার দ্রুত ব্যবস্থা না নিলে আগামী বছরও বিক্রেতারা অজুহাত দেখিয়ে আরও বেশি দাম নেবে।

এমন পরিস্থিতিতে আসন্ন দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় সম্প্রতি এ সংক্রান্ত আদেশ জারি করেছে।

এ বছর রপ্তানির জন্য প্রতি কেজি ইলিশের ন্যূনতম দাম ধরা হয়েছে ১২ দশমিক ৫ মার্কিন ডলার বা প্রায় ১ হাজার ৫২৫ টাকা। কিন্তু ঢাকার বাজারে এই দামে এক কেজি সাইজের ইলিশ পাওয়া যাচ্ছে না।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, ‘ভরা মৌসুমে এমন দাম আগে দেখা যায়নি। এত দামে আমরা নিজেরাই খেতে পারছি না। এর মধ্যে রপ্তানি করলে ব্যবসায়ীরা আরও দাম বাড়াবে। অথচ সাধারণ মানুষের জন্য প্রাপ্যতা নিশ্চিত করাই সরকারের প্রথম দায়িত্ব ছিল।’

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, এবার ইলিশের দাম কেজিপ্রতি ৯০০ থেকে ২২০০ টাকার মধ্যে। গত বছর একই সময় এই দাম ছিল ৮০০ থেকে ১৬০০ টাকার মধ্যে।

ভোরের আকাশ/মো.আ.

  • শেয়ার করুন-
বরিশালে  ৫০০ টাকায় বিক্রি হচ্ছে কাঁচামরিচ, বেড়েছে মাছ-সবজির দাম

বরিশালে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে কাঁচামরিচ, বেড়েছে মাছ-সবজির দাম

মা ইলিশ সংরক্ষণে ১৭ যুদ্ধজাহাজ মোতায়েন নৌবাহিনীর

মা ইলিশ সংরক্ষণে ১৭ যুদ্ধজাহাজ মোতায়েন নৌবাহিনীর

বৃষ্টিতে বাজারে আগুন : বেড়েছে মাছ-সবজির দাম

বৃষ্টিতে বাজারে আগুন : বেড়েছে মাছ-সবজির দাম

বৃষ্টিতে বাজারে আগুন : বেড়েছে মাছ-সবজির দাম

বৃষ্টিতে বাজারে আগুন : বেড়েছে মাছ-সবজির দাম

নাগালের বাইরেই থাকছে ইলিশ

নাগালের বাইরেই থাকছে ইলিশ

 ব্যাটিং ব্যর্থতায় হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

ব্যাটিং ব্যর্থতায় হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

সংশ্লিষ্ট

বৃষ্টিতে বাজারে আগুন : বেড়েছে মাছ-সবজির দাম

বৃষ্টিতে বাজারে আগুন : বেড়েছে মাছ-সবজির দাম

সবজি-মুরগি-মাছের দাম চড়া, স্বস্তি নেই চাল তেলে

সবজি-মুরগি-মাছের দাম চড়া, স্বস্তি নেই চাল তেলে

বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডে আবারও বর্ষসেরা প্রতিষ্ঠানের সম্মাননা পেল ওয়ালটন

বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডে আবারও বর্ষসেরা প্রতিষ্ঠানের সম্মাননা পেল ওয়ালটন

সঞ্চয়পত্রের বাজার তৈরির পরামর্শ দিলেন গভর্নর

সঞ্চয়পত্রের বাজার তৈরির পরামর্শ দিলেন গভর্নর