ভোরের আকাশ ডেস্ক
প্রকাশ : ১৪ মে ২০২৫ ০৯:৪৫ এএম
দুঃসংবাদ জানাল আবহাওয়া অফিস
দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া ও বৃষ্টির দেখা মিললেও তাপপ্রবাহ থেকে এখনও মুক্তি মিলছে না। মঙ্গলবার (১৩ মে) রাতে আবহাওয়া অধিদফতর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশের ১৩টি জেলা ও খুলনা বিভাগের ওপর দিয়ে চলমান মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ আগামী ২৪ ঘণ্টায় অব্যাহত থাকবে।
আবহাওয়া বার্তায় বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু–একটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
তবে রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, পটুয়াখালী ও খুলনা বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামী ৫ দিনে বৃষ্টিপাত ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলেও আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
এদিকে, চলমান এই তাপপ্রবাহের কারণে জনজীবনে দুর্ভোগ বেড়েছে। চিকিৎসকরা শিশু ও বয়স্কদের প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন।
ভোরের আকাশ/হ.র