× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোমবার ৬ বিভাগে বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১১ মে ২০২৫ ০৯:৪৭ পিএম

সোমবার ৬ বিভাগে বৃষ্টির আভাস

সোমবার ৬ বিভাগে বৃষ্টির আভাস

পাঁচদিন ধরে দেশে বইছে তাপপ্রবাহ। তীব্র গরমে জনজীবনে অস্বস্তি বিরাজ করছে। আজও দেশের বেশির ভাগ অঞ্চলে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহের মাঝে বৃষ্টির সুখবর দিয়েছে আবহাওয়া অফিস। এরই মধ্যে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টির খবর পাওয়া গেছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ রোববার (১১ মে) বিকেলে রাজশাহী, ময়মনসিংহ, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ ৫২ মিলিমিটার বৃষ্টি হয়েছে রাঙ্গামাটিতে। আগামীকাল সোমবার (১২ মে) দেশের ছয়টি বিভাগে ঝড় বৃষ্টি হতে পারে। এতে তাপমাত্রা কমবে তিন ডিগ্রি পর্যন্ত।

আবহাওয়া অফিস জানান, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় সোমবার (১২ মে) সন্ধ্যা পর‌্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। খুলনা বিভাগে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দেশের অন্যত্র তা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে আজ রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রাজবাড়ী, খুলনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও যশোর জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ, ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগসহ রংপুর, দিনাজপুর, নীলফামারী, গাইবান্ধা, ময়মনসিংহ, জামালপুর এবং শেরপুর জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকা থেকে প্রশমিত হয়ে পারে।

আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম জানিয়েছেন, এই সপ্তাহের বাকি দিনগুলোতে বিচ্ছিন্নভাবে কালবৈশাখী ঝড়ের আভাস রয়েছে। তবে তাপপ্রবাহও থাকবে। যে তাপপ্রবাহ বইছে তা ধীরে ধীরে কমবে।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। 

ভোরের আকাশ/এসআই

  • শেয়ার করুন-
 ফ্যাসিস্টদের পালিয়ে যাওয়া গণতন্ত্রের প্রাথমিক বিজয়: আলী রীয়াজ

ফ্যাসিস্টদের পালিয়ে যাওয়া গণতন্ত্রের প্রাথমিক বিজয়: আলী রীয়াজ

সংশ্লিষ্ট

১৪ জেলায় বৃষ্টি, বজ্রাঘাতে  প্রাণহানি ১০

১৪ জেলায় বৃষ্টি, বজ্রাঘাতে প্রাণহানি ১০

সোমবার ৬ বিভাগে বৃষ্টির আভাস

সোমবার ৬ বিভাগে বৃষ্টির আভাস

ফের তাপপ্রবাহ শুরু হবে বৃহস্পতিবার থেকে, তারপর বৃষ্টি

ফের তাপপ্রবাহ শুরু হবে বৃহস্পতিবার থেকে, তারপর বৃষ্টি

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা