কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ২২ মে ২০২৫ ০৯:০৯ পিএম
কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হওয়ায় ঝড়ো হাওয়ার শঙ্কায় কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছেন আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (২২ মে) বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান।
তিনি জানান, উপকূলজুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ অবস্থা ২-৩ দিন অব্যাহত থাকতে পারে। চলতি মাসের ২৬, ২৭ কিংবা ২৮ তারিখের দিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ বা দুর্বল ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে কক্সবাজার সমুদ্রসৈকতে সতর্কতা হিসেবে লাল-হলুদ পতাকা উত্তোলন করা হয়েছে। অনেক পর্যটক সতর্কতা উপেক্ষা করে সমুদ্রে গোসলে নামছেন। তাদের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন লাইফগার্ড সদস্য, বীচকর্মী ও ট্যুরিস্ট পুলিশ।
ভোরের আকাশ/এসআই