নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫ ১২:৫৯ এএম
আগামী ৫ দিন বজ্রবৃষ্টিসহ অতি ভারি বর্ষণের সতর্কতা
আগামী পাঁচদিন দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টিসহ অতি ভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, মৌসুমি বায়ুর বর্ধিতাংশ ভারতের রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। একই সঙ্গে এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বাংলাদেশে মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, রোববার (৩ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে কোথাও কোথাও অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা এ সময়ে প্রায় অপরিবর্তিত থাকবে।
সোমবার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত একই ধরণের বৃষ্টিপাত ও দমকা হাওয়ার পূর্বাভাস থাকছে, যেখানে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে অতি ভারি বৃষ্টি হতে পারে। তাপমাত্রা একই রকম থাকবে।
মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেটের অধিকাংশ জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রামের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই দিনও অতি ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
বুধবার ও বৃহস্পতিবার (৬-৭ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এই দুই দিনে দেশের বিভিন্ন অঞ্চলে অতি ভারি বর্ষণ হতে পারে। বুধবার তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও বৃহস্পতিবার দিন-রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
গত ২৪ ঘণ্টায় সিলেটে সর্বোচ্চ ১৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া রাঙামাটিতে ৯৩ মিলিমিটার, নীলফামারীর সৈয়দপুরে ৭০, নেত্রকোনায় ৬৭, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৫৩, ফেনীতে ৫১, বান্দরবানে ৫০ এবং কক্সবাজারের টেকনাফে ৪৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অফিস থেকে সতর্ক করা হয়েছে, জনজীবনে বিঘ্ন সৃষ্টি ও বন্যার ঝুঁকি থাকায় মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সুত্র: বাংলাদেশ আবহাওয়া অফিস
ভোরের আকাশ//হ.র