ভোরের আকাশ প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুন ২০২৫ ০৮:৪৫ পিএম
ছবি: সংগৃহীত
ইরানে ইহুদিবাদী ইসরায়েলের সাম্প্রতিক হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকাস্থ ইরান দূতাবাসে শোক বইতে স্বাক্ষর করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল।
সোমবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টায় দলের নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ দূতাবাসে উপস্থিত হন। তারা ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোসি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ইসরায়েলি হামলায় নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় ডা. তাহের দূতাবাসে সংরক্ষিত শোক বইতে স্বাক্ষর করেন এবং নিহতদের ‘শহীদ’ হিসেবে কবুল করার জন্য দোয়া করেন। আহতদের দ্রুত সুস্থতা এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।
জামায়াতের পক্ষ থেকে বলা হয়, ইসরায়েল আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ ঘোষিত সনদ লঙ্ঘন করে ইরানের সার্বভৌমত্বে হামলা চালিয়েছে, যা ন্যক্কারজনক। তারা এই হামলার নিন্দা জানিয়ে ইরানের প্রতি সংহতি প্রকাশ করে। রাষ্ট্রদূত চাভোসি জামায়াতের এ অবস্থানকে সাধুবাদ জানান এবং বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রতিনিধি দলের সদস্যরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশ ও ইরানের মধ্যকার ভ্রাতৃসুলভ বন্ধন আরও জোরদার হবে।
ভোরের আকাশ/এসএইচ