ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি চলছে
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ‘ঢাকাবাসী’। ধারাবাহিক এই কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৯ টা থেকে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।
এর আগে বুধবার (১৪ মে) থেকে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নগর ভবনের সামনে আন্দোলন শুরু করে ঢাকাবাসী। সেই কর্মসূচি থেকেই লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
এদিকে, বৃহস্পতিবার সকাল থেকেই মিছিল নিয়ে ঢাকা দক্ষিণের বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে এস জড়ো হতে থাকে নগর ভবনের সামনে। ‘বিক্ষুদ্ধ ঢাকাবাসী’র দাবি, অবিলম্বে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। শ্লোগানে শ্লোগানে মুখরিত নগর ভবন এলাকা।
বক্তারা বলেন, ‘সরকার যদি ইশরাক হোসেনকে শপথ পড়াতে এখনো গড়িমসি করে, তাইলে এবার আর তাদের শপথ আয়োজনের অপেক্ষা করবে না। এবার জনগণ নিজেরাই তাদের মেয়রকে শপথ পড়িয়ে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিবেন।’
ভোরের আকাশ/আজাসা
সংশ্লিষ্ট
রাজউকের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং ডিএমপির শাহবাগ থানা পুলিশের সহযোগিতায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। বৃহস্পতিবার (১৫ মে) বেলা সাড়ে ১১টা থেকে এ অভিযান শুরু হয়েছে।বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর বলেন, সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরের সব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। এছাড়া অভিযোগ রয়েছে এসব অবৈধ স্থাপনায় মাদক কেনাবেচা হয় এবং মাদক সেবন হয়। তাই আমরা রাজউক থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়ে আসি এবং তার নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চলমান রয়েছে।এর আগে, মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানা এলাকায়।ভোরের আকাশ/এসএইচ
তিন দফা দাবি আদায়ে আজ দ্বিতীয় দিনের মতো চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন। সকালে মৎস্যভবন থেকে কাকরাইলের দিকে যাওয়ার সড়ক ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেয় শিক্ষার্থীরা। ফলে এই পথে যান চলাচল বন্ধ রয়েছে। বুধবার দিনভর আন্দোলনের পর রাতেও শিক্ষার্থীরা কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান করেন।বৃহস্পতিবার (১৫ মে) সকালে প্রধান উপদেষ্টার বাসভবন সংলগ্ন রাজধানীর কাকরাইল এলাকায় অবস্থানরত আন্দোলনকারীদের সঙ্গে সকাল থেকে আরও শিক্ষার্থী যোগ দিচ্ছেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বাসে করে শিক্ষার্থীদের আসতে দেখা যায়।এদিকে মৎস্যভবন থেকে কাকরাইলের দিকে যাওয়ার সড়কে ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছেন শিক্ষার্থীরা। ফলে এই পথে যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও কাকরাইল মসজিদের সামনে কাকরাইল মোড়ে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিয়ে শিক্ষার্থীদের আন্দোলন করছে দেখা গেছে। এ সময় শিক্ষার্থীদের সড়কের মাঝপথে বসে পড়তেও দেখা যায়। এই আন্দোলন ঘিরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে।এর আগে, মঙ্গলবার (১৩ মে) দুপুরে দাবি আদায়ে শিক্ষার্থী ও শিক্ষক প্রতিনিধির সমন্বয়ে একটি প্রতিনিধিদল ইউজিসিতে যান। কিন্তু ইউজিসি থেকে আশানুরূপ কোনো ঘোষণা না আসায় ‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচি ঘোষণা দেন শিক্ষার্থীরা। ওইদিন বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত ‘জুলাই ঐক্য’ সংগঠনের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।পরে বুধবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মৎস্যভবন পার হয়ে কাকরাইল মসজিদের ক্রসিং মোড়ে এলেই শিক্ষক-শিক্ষার্থীদের এই লংমার্চে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের টিয়ারগ্যাস ও লাঠিপেটায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন অনেকে।ভোরের আকাশ/আজাসা
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ‘ঢাকাবাসী’। ধারাবাহিক এই কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৯ টা থেকে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।এর আগে বুধবার (১৪ মে) থেকে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নগর ভবনের সামনে আন্দোলন শুরু করে ঢাকাবাসী। সেই কর্মসূচি থেকেই লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।এদিকে, বৃহস্পতিবার সকাল থেকেই মিছিল নিয়ে ঢাকা দক্ষিণের বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে এস জড়ো হতে থাকে নগর ভবনের সামনে। ‘বিক্ষুদ্ধ ঢাকাবাসী’র দাবি, অবিলম্বে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। শ্লোগানে শ্লোগানে মুখরিত নগর ভবন এলাকা।বক্তারা বলেন, ‘সরকার যদি ইশরাক হোসেনকে শপথ পড়াতে এখনো গড়িমসি করে, তাইলে এবার আর তাদের শপথ আয়োজনের অপেক্ষা করবে না। এবার জনগণ নিজেরাই তাদের মেয়রকে শপথ পড়িয়ে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিবেন।’ভোরের আকাশ/আজাসা
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমানের স্বীকৃতির দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছিলেন নার্সিং শিক্ষার্থীরা। ছয় ঘণ্টার বেশি সময় ধরে চলা এই অবরোধ শেষে অবশেষে সড়ক ছেড়েছেন তারা। ফলে শাহবাগসহ আশপাশের এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।বুধবার (১৪ মে) রাত সাড়ে ৮টার দিকে পুলিশ শিক্ষার্থীদের সড়ক ছাড়ার অনুরোধ জানালে তারা কোনো ঘোষণা ছাড়াই নিজ উদ্যোগে সরে যান।এর আগে সকাল ১০টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেন শিক্ষার্থীরা। দুপুর ২টা ১০ মিনিটের দিকে তারা শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন। পুলিশ প্রাথমিকভাবে তাদের ব্যারিকেড দিয়ে থামানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত শিক্ষার্থীরা মোড় দখলে নেন।অবরোধের কারণে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকল্প সড়কে চাপ বাড়ায় আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়। পথচারী ও যাত্রীদের ভোগান্তিতেও পড়তে হয়।প্রসঙ্গত, উচ্চমাধ্যমিকের পর ১১০ ক্রেডিট ঘন্টায় তিন বছর ছয় মাস মেয়াদে সম্পন্ন করা ডিপ্লোমা কোর্সকে ডিগ্রির সমমান দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছেন নার্সিং শিক্ষার্থীরা। ভোরের আকাশ/হ.র