বাড্ডায় গ্যাস লিকেজে বিস্ফোরণ, শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ
রাজধানীর বাড্ডায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে একজন পুরুষ, একজন নারী এবং তিনজন শিশু রয়েছে।
শুক্রবার (১৬ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাড্ডার দক্ষিণ আনন্দ নগরের আনসার ক্যাম্প এলাকার একটি বাসায় এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
দগ্ধরা হলেন—তোফাজ্জল মিয়া (৪৫), তার স্ত্রী মঞ্জুরা বেগম (৩৫), এবং তাদের তিন মেয়ে তানজিলা (১১), মিথিলা (৭) ও তানিশা (৪)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, “রাতে বাড্ডা এলাকা থেকে নারী ও শিশুসহ একই পরিবারের পাঁচজনকে দগ্ধ অবস্থায় আমাদের এখানে আনা হয়েছে। প্রাথমিকভাবে তাদের চিকিৎসা শুরু হয়েছে। দগ্ধের মাত্রা পরে জানানো হবে।”
আহত তোফাজ্জল মিয়ার বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার চিলা রং গ্রামে, তবে বর্তমানে তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে বাড্ডার দক্ষিণ আনন্দনগরে একটি তিনতলা ভবনের নিচতলায় ভাড়া থাকেন।
আহতদের হাসপাতালে নিয়ে আসেন প্রতিবেশী মো. শরীফ। তিনি জানান, “তোফাজ্জল ভাই একটি সিমেন্ট ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করেন। রাতে তার বাসায় রান্নার সময় চুলায় দেয়াশলাই জ্বালানো মাত্রই ঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুনে দগ্ধ হন পরিবারের সবাই। আমরা খবর পেয়ে দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যাই।”
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে ঘটনার বিস্তারিত তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা গ্যাস লাইন ও রান্নার চুলার নিরাপত্তা বিষয়ে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন।
ভোরের আকাশ//হ.র
সংশ্লিষ্ট
রাজধানীর বাড্ডায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে একজন পুরুষ, একজন নারী এবং তিনজন শিশু রয়েছে।শুক্রবার (১৬ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাড্ডার দক্ষিণ আনন্দ নগরের আনসার ক্যাম্প এলাকার একটি বাসায় এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।দগ্ধরা হলেন—তোফাজ্জল মিয়া (৪৫), তার স্ত্রী মঞ্জুরা বেগম (৩৫), এবং তাদের তিন মেয়ে তানজিলা (১১), মিথিলা (৭) ও তানিশা (৪)।ঘটনার সত্যতা নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, “রাতে বাড্ডা এলাকা থেকে নারী ও শিশুসহ একই পরিবারের পাঁচজনকে দগ্ধ অবস্থায় আমাদের এখানে আনা হয়েছে। প্রাথমিকভাবে তাদের চিকিৎসা শুরু হয়েছে। দগ্ধের মাত্রা পরে জানানো হবে।”আহত তোফাজ্জল মিয়ার বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার চিলা রং গ্রামে, তবে বর্তমানে তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে বাড্ডার দক্ষিণ আনন্দনগরে একটি তিনতলা ভবনের নিচতলায় ভাড়া থাকেন।আহতদের হাসপাতালে নিয়ে আসেন প্রতিবেশী মো. শরীফ। তিনি জানান, “তোফাজ্জল ভাই একটি সিমেন্ট ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করেন। রাতে তার বাসায় রান্নার সময় চুলায় দেয়াশলাই জ্বালানো মাত্রই ঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুনে দগ্ধ হন পরিবারের সবাই। আমরা খবর পেয়ে দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যাই।”প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে ঘটনার বিস্তারিত তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা গ্যাস লাইন ও রান্নার চুলার নিরাপত্তা বিষয়ে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন।ভোরের আকাশ//হ.র
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৮-১৯ সেশনের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে এবার শাহবাগ থানা ঘেরাও করেন ঢাবি শিক্ষার্থীরা। শুক্রবার (১৬ মে) দুপুরে সামনে অবস্থান নেন তারা। এই কর্মসূচিতে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ছাড়াও ওই ইনস্টিটিউটের শিক্ষকরাও অংশগ্রহণ করেন।। এ সময় তারা ঢাবি ক্যাম্পাস ও সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে না পারাকে শাহবাগ থানার ব্যর্থতা হিসেবে উল্লেখ করে বিভিন্ন স্লোগান দেন। এছাড়া সাম্য হত্যাকাণ্ডের সঙ্গে ১০-১২ জন জড়িত থাকলেও মাত্র তিনজনকে গ্রেফতার করাকে ‘আইওয়াশ’ দাবি করে সকল হত্যাকারীকে গ্রেফতার করে বিচারের আওতায় দাবি জানায় আন্দোলনকারীরা। জানা গেছে, এ বিষয়ে আলোচনার জন্য কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল থানায় প্রবেশ করেছেন। বাকিরা থানার সামনে তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন।ভোরের আকাশ/আজাসা
রাজধানীর বাজারে সবজির দামে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে মাছ ও মাংসের দামে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি। অনেকটা আগের মতোই স্থিতিশীল। দাম নাগালের বাইরে বলে মনে করেন সাধারণ ক্রেতারা। শুক্রবার (১৬ মে) সকালে বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে এমন চিত্রই জানা গেছে। ক্রেতারা বলছেন, গত এক সপ্তাহের তুলনায় পেঁপে, কাঁচা লঙ্কা, শসা, লাউ, ঝিঙ্গে, বরবটি, বেগুনসহ বেশ কিছু সবজির দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা কমেছে। বাজারে রুই মাছ ২৮০ থেকে ৩২০ টাকা, কাতলা ৩৫০ থেকে ৪০০ টাকা কেজি, আর দেশি চাষের পাঙ্গাশ ২০০ টাকার আশেপাশে বিক্রি হচ্ছে। গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৮০০ টাকা কেজিতে, আর ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকা।ক্রেতারা বলছেন, সবজির দামে কিছুটা স্বস্তি পেলেও মাছ-মাংসের দাম এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে। বিক্রেতারা বলছেন, সরবরাহ কিছুটা বাড়ায় সবজির দাম কমেছে, তবে মাছ ও মাংসের বাজারে চাহিদা ও খরচ একই থাকায় দাম স্থিতিশীল রয়েছে।আজ শুক্রবার (১৬ মে) সকালে যাত্রাবাড়ী, শ্যামপুর, রায়েরবাগ, শনিরআখড়ার বিভিন্ন কাঁচাবাজার দেখা গেছে, বেশিরভাগ সবজির দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে। বিক্রেতারা জানান, আবহাওয়া অনুকূলে থাকায় বিভিন্ন জেলা থেকে সবজির সরবরাহ বেড়েছে, ফলে দাম কিছুটা স্বাভাবিক পর্যায়ে এসেছে।পেঁপে ২৫-৩০ টাকা প্রতি কেজি (আগে ছিল ৩৫-৪০ টাকা), লাউ ৫০-৬০ টাকা প্রতি পিস, বেগুন ৪৫-৫০ টাকা প্রতি কেজি (আগে ছিল ৬০ টাকা), ঝিঙ্গে/ঢেঁড়শ: ৫০-৫৫ টাকা প্রতি কেজি, বরবটি ৬০ টাকা প্রতি কেজি, টমেটোর কেজি ৪০-৪৫ টাকা, আলুর দাম ৩০ টাকা প্রতি কেজি (দাম অপরিবর্তিত)।যাত্রাবাড়ী আড়তের বিক্রেতা হানিফ মিয়া বলেন, সপ্তাহে সরবরাহ ভালো, তাই কিছু সবজি কম দামে বিক্রি হচ্ছে। তবে সপ্তাহান্তে আবার দাম বাড়তেও পারে। মাছ-মাংসে তেমন পরিবর্তন নেই। মাছের বাজারে গেল সপ্তাহের মতোই দাম স্থির রয়েছে।রুই মাছ: ২৮০-৩২০ টাকা প্রতি কেজি, কাতলা মাছ: ৩৫০-৪০০ টাকা, বিদেশি পাঙ্গাশ: ২০০-২২০ টাকা, তেলাপিয়া/নিলোটিকা: ১৫০-১৮০ টাকা, তবে মুরগির দামে কিছুটা কমেছে।বর্তমানে ব্রয়লার মুরগি: ১৭০-১৮০ টাকা প্রতি কেজি, সোনালী মুরগি: ৩২০-৩৫০ টাকা, দেশি মুরগি: ৫৫০-৬৫০ টাকায় বিক্রি হচ্ছে।এছাড়া গরুর মাংস ৭৫০-৮০০ টাকা এবং খাসির মাংস ১১০০-১২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মাংসের দামে কোনো প্রকার পরিবর্তন না থাকায় নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলো বেশ চাপে রয়েছে।শ্যামপুর কাঁচা বাজার করতে আসা চাকরিজীবী রবিউল ইসলাম বলেন, সবজির দামে একটু স্বস্তি পেলেও সপ্তাহের বাজার করতে গিয়ে মাছ-মাংসের দামের জায়গায় এসে আবার দম বন্ধ হয়ে যায়।অপরদিকে বিক্রেতারা বলছেন, মাংসের উৎপাদন খরচ ও পরিবহন ব্যয় বেশি হওয়ায় দাম কমানোর সুযোগ কম। এক দোকানদার জানান, আমরা নিজেরা বেশি দামে কিনি, তাই কম দামে বেচা সম্ভব না।সবজির দামে কিছুটা স্বস্তি থাকলেও, মাছ ও মাংসের দাম সাধারণ মানুষের আয়-ব্যয়ের ওপর বাড়তি চাপ ফেলছে। বাজার পরিস্থিতির উন্নয়নের জন্য সরকারের তরফ থেকে নিয়মিত মনিটরিং এবং সরবরাহ শৃঙ্খলা বজায় রাখা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।ভোরের আকাশ/আজাসা
রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে রাকিব (২৮) নামে এক ছিনতাইকারী নিহত হয়েছে। এ ঘটনায় মিলন (৩৫) নামে আরও এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (১৫ মে) ভোরে মোহাম্মদপুরের বসিলা সিটি হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৬ টায় মোহাম্মদপুরের বসিলা সিটি হাউজিং এলাকায় কয়েকজন রাস্তায় দাঁড়িয়ে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ছিনতাই করছিলো। এ সময় এলাকায় খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘেরাও করে আটক করে ছিনতাইকারীদের গণপিটুনি দেয়। এ সময় কয়েকজন পালিয়ে গেলেও দুইজনকে আটক করা হয়। গণপিটুনিতে আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে নিয়ে গেলে একজনকে ডাক্তার মৃত ঘোষণা করে।এ বিষয়ে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, সকালে স্থানীয়রা ছিনতাইরত অবস্থায় তাদের আটক করে গণপিটুনি দেয়। এ সময় পিটুনিতে দুজনই অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের মেডিকেলে নিয়ে গেলে তাদের মধ্যে একজন মারা যায়। এ ঘটনায় নিয়মিত মামলা রুজু হচ্ছে।ভোরের আকাশ/এসএইচ