ফাইল ছবি
ঈদুল আজহার ছুটিতে রাজধানী ঢাকা এখন ফাঁকা। লাখো মানুষ শহর ছেড়ে চলে গেছেন গ্রামের বাড়িতে। তবে লোকসমাগম কমলেও বদলায়নি ঢাকার বাতাসের মান। বরং বিশ্বের দূষিত বাতাসের শহরগুলোর তালিকায় রোববার (৮ জুন) সকালে তৃতীয় স্থানে উঠে এসেছে ঢাকা।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার-এর তথ্য অনুযায়ী, ৮ জুন (রোববার) সকাল ৬টা ৩০ মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ছিল ১৬০, যা 'অস্বাস্থ্যকর' পর্যায়ে পড়ে।
এই তালিকায় প্রথম স্থানে রয়েছে চিলির সান্টিয়াগো শহর, যার স্কোর ১৬৭। দ্বিতীয় অবস্থানে আছে ভারতের রাজধানী দিল্লি, স্কোর ১৬১। ঢাকার পর চতুর্থ স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা, যাদের স্কোর ১৫৫।
আইকিউএয়ার-এর মানদণ্ড অনুযায়ী, AQI স্কোর:
-০–৫০: ভালো
-৫১–১০০: মাঝারি বা সহনীয়
-১০১–১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর
-১৫১–২০০: অস্বাস্থ্যকর
-২০১–৩০০: খুবই অস্বাস্থ্যকর
-৩০১+: দুর্যোগপূর্ণ
বিশেষজ্ঞরা বলছেন, ঈদের ছুটিতে যানবাহনের সংখ্যা কমলেও শহরের চারপাশে চলমান নির্মাণকাজ, শিল্প কারখানার নির্গমন এবং বাতাস চলাচলের সীমাবদ্ধতার কারণে দূষণের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমেনি।
সরকার ইতোমধ্যে ঢাকার ৫০টি জায়গায় এয়ার পিউরিফায়ার বসানোর উদ্যোগ নিয়েছে। তবে টেকসই নগর ব্যবস্থাপনা ও দূষণ রোধে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন পরিবেশবিদরা।
ভোরের আকাশ/আজাসা
সংশ্লিষ্ট
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন থাকা আরও ৩ রোগীকে ছাড়পত্র দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এরা হলো-তাসনুবা (১১), জাকির (৫৫) ও শ্রেয়া (৯)। এ নিয়ে বার্ন ইনস্টিটিউট থেকে সুস্থ হয়ে বাসায় ফিরল মোট ৮ জন।বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন এই তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আজ সকাল পর্যন্ত ৩২ জন ভর্তি ছিল। এদের মধ্যে শারীরিক উন্নতি হওয়ায় আজ বৃহস্পতিবার দুপুরে ৩ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। তারা পরবর্তীতে চিকিৎসার জন্য আবার আসবে।তিনি আরও জানান, এই ঘটনায় গতকাল বুধবার পর্যন্ত ২ জন আইসিইউতে ছিল। তাদের মধ্যে এক জনের অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাকে আইসিইউ থেকে অন্য ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। নাভিদ নেওয়াজ নামে একজন আইসিইউতে চিকিৎসাধীন আছে। যার শরীরে ৪৫ শতাংশ দগ্ধ। বাকিরা বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন।গত তিন দিনে নতুন করে কারও মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানান চিকিৎসকরা।ভোরের আকাশ/এসএইচ
জুলাই সনদের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে 'জুলাই যোদ্ধারা'। বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে শাহবাগে জড়ো হন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। জুলাই সনদের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং গোষ্ঠীর মধ্যে ভিন্নমত থাকলেও, 'জুলাই যোদ্ধাদের' এই পদক্ষেপ তাদের দাবির প্রতি দৃঢ় অবস্থানের ইঙ্গিত দিচ্ছে।জানা গেছে, আন্দোলনের নেতৃত্বে রয়েছেন জুলাই যোদ্ধা সংসদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব আশিকুল ইসলাম ও প্লাটফর্মের সমন্বয়ক মাজহারুল ইসলাম আপন।এ দিকে অবরোধের কারণে শাহবাগের চারিদিকে রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। বর্তমানে শাহবাগ মোড়ে উত্তেজনা পরিবেশ বিরাজমান এবং পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী শাহবাগ মোড়ে অবস্থান করছে।ভোরের আকাশ/এসএইচ
ঢাকার মাঠ ও পার্কসমূহের ব্যবস্থাপনায় ক্লাবভিত্তিক মডেল থেকে সরে এসে কমিউনিটিভিত্তিক ব্যবস্থাপনার দিকে অগ্রসর হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।মঙ্গলবার (২৯ জুলাই) গুলশানের নগর ভবনে অনুষ্ঠিত ডিএনসিসির অষ্টম কর্পোরেশন সভায় এ তথ্য জানান প্রশাসক মোহাম্মদ এজাজ।ডিএনসিসি প্রশাসক বলেন, ঢাকার মাঠ ও পার্কসমূহের ব্যবস্থাপনায় ক্লাবভিত্তিক মডেল থেকে বেরিয়ে কমিউনিটিভিত্তিক মডেলের দিকে এগোচ্ছে ডিএনসিসি।তিনি বলেন, ঢাকার পাবলিক পার্কগুলোতে সর্বসাধারণের প্রবেশ একটি অধিকার। এই অধিকার নিশ্চিত করার জন্য ক্লাবভিত্তিক মডেল থেকে সরে এসে কমিউনিটিভিত্তিকভাবে পার্কগুলো রক্ষণাবেক্ষণ করা হবে। আমরা নতুন করে আর কোনো ক্লাবকে মাঠের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিচ্ছি না। তিনি আরও বলেন, আমাদের মূল উদ্দেশ্যই হলো মাঠ এবং পার্কগুলো সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া। আমরা ক্লাবভিত্তিক মাঠ ব্যবস্থাপনা থেকে বেরিয়ে কমিউনিটিভিত্তিক ব্যবস্থাপনার দিকে এগিয়ে যাচ্ছি।ডিএনসিসি প্রশাসক জানান, আমরা কোনো মাঠ বা পার্ক ইজারা দেবো না। এগুলো কমিউনিটির মাধ্যমে কমিটি করে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হবে, যেন মাঠ ও পার্কগুলো সবসময় সবার জন্য উন্মুক্ত রাখা যায়।পর্যায়ক্রমে ঢাকার সব মাঠ ও পার্ক ডিএনসিসির উদ্যোগে এলাকাবাসীর সমন্বয়ে কমিটি গঠন করে সংশ্লিষ্ট কমিটিকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হবে। এর ফলে মাঠ ও পার্কগুলোতে নাগরিক মালিকানার ধারণা তৈরি করা যাবে। এরই অংশ হিসেবে আজকের কর্পোরেশন সভায় গুলশানের বিচারপতি শাহাবুদ্দীন আহমেদ পার্ক এবং ডা. ফজলে রাব্বি পার্কের রক্ষণাবেক্ষণের দায়িত্ব গুলশান সোসাইটিকে দেওয়া হয়েছে।ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়, গুলশানের শহিদ তাজউদ্দীন আহমেদ স্মৃতি পার্কসহ যেসব মাঠ ও পার্ক পূর্বে সম্পন্ন চুক্তির ভিত্তিতে ক্লাবের মাধ্যমে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে, সেগুলোর কার্যক্রম মনিটরের জন্য আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে স্থানীয় জনগণের সমন্বয়ে কমিটি গঠন করা হবে। এ কমিটির মাধ্যমে পার্ক ও খেলার মাঠ কেন্দ্রিক জনগণের অধিকার রক্ষার নিশ্চয়তা প্রদান করা হবে। এছাড়া যথাযথ নিয়মে পার্ক ও মাঠ পরিচালিত হচ্ছে কিনা সেটি এ কমিটি সার্বক্ষণিক মনিটর করবে। চলমান চুক্তির মেয়াদ শেষে, পরবর্তীতে ক্লাবভিত্তিক মডেলে আর পার্ক ও মাঠ ব্যবস্থাপনা করা হবে।ভোরের আকাশ/এসএইচ
রাজধানী ঢাকার ফার্মগেট এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিসি) দোতলা একটি বাস এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্পের নিচে ঢুকে গেছে। সেখানে একটি পিলারের সঙ্গে ধাক্কা খায় বাসটি।মঙ্গলবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে বাসের ওপরের অংশ বিধ্বস্ত হয়েছে। একজন সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।প্রত্যক্ষদর্শীরা জানান, ধাক্কার ফলে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া ধাক্কা লাগায় পিলারও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার (ট্রাফিক) অনীশ কীর্ত্তনীয়া গণমাধ্যমকে বলেন, একটি বাস এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্পে লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।বাসটি এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্পের নিচে ঢুকে গেছে এমন একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।ভোরের আকাশ/এসএইচ