নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫ ০৫:৩৭ পিএম
ফাইল ছবি
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানস্থলে বেলুন বিস্ফোরণ হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে। বেলুন বিস্ফোরণে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
দগ্ধরা হলেন- মাজহারুল ইসলাম (২৭), বিল্লাল (৪৫), ফাহাদ (২০), মো. মনসুর ইসলাম (৩৮), শরীফ (৩২), পলাশ (২১), মো. হাবিবুল্লাহ (২৩), মো. ইয়াসিন (২৫), মিশু (২৩) ও মিহাত (১৭)।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, মানিক মিয়া এভিনিউ থেকে গ্যাস বেলুন বিস্ফোরণে এখন পর্যন্ত আমাদের এখানে দশজন এসেছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
ভোরের আকাশ/এসএইচ