ভোরের আকাশ ডেস্ক
প্রকাশ : ১৪ মে ২০২৫ ১১:৩১ পিএম
শাহবাগ ছেড়েছেন নার্সিং শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমানের স্বীকৃতির দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছিলেন নার্সিং শিক্ষার্থীরা। ছয় ঘণ্টার বেশি সময় ধরে চলা এই অবরোধ শেষে অবশেষে সড়ক ছেড়েছেন তারা। ফলে শাহবাগসহ আশপাশের এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।
বুধবার (১৪ মে) রাত সাড়ে ৮টার দিকে পুলিশ শিক্ষার্থীদের সড়ক ছাড়ার অনুরোধ জানালে তারা কোনো ঘোষণা ছাড়াই নিজ উদ্যোগে সরে যান।
এর আগে সকাল ১০টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেন শিক্ষার্থীরা। দুপুর ২টা ১০ মিনিটের দিকে তারা শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন। পুলিশ প্রাথমিকভাবে তাদের ব্যারিকেড দিয়ে থামানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত শিক্ষার্থীরা মোড় দখলে নেন।
অবরোধের কারণে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকল্প সড়কে চাপ বাড়ায় আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়। পথচারী ও যাত্রীদের ভোগান্তিতেও পড়তে হয়।
প্রসঙ্গত, উচ্চমাধ্যমিকের পর ১১০ ক্রেডিট ঘন্টায় তিন বছর ছয় মাস মেয়াদে সম্পন্ন করা ডিপ্লোমা কোর্সকে ডিগ্রির সমমান দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছেন নার্সিং শিক্ষার্থীরা।
ভোরের আকাশ/হ.র