নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৫ ০১:৪৮ পিএম
প্রতীকী ছবি
রাজধানীর বাড্ডা থেকে শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল ও তার এক সহযোগীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (১০ জুলাই) র্যাব সদর দপ্তরের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মুত্তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার (৯ জুলাই) রাতে রাজধানীর বাড্ডা থানার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এলাকা থেকে ২ রাউন্ড গুলিভর্তি দু’টি ম্যাগাজিন ও একটি বিদেশি পিস্তলসহ তাদের গ্রেপ্তার করে র্যাব-১ এর একটি আভিযানিক দল।
এ বিষয়ে উত্তরার র্যাব-১ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও নিশ্চিত করেছেন র্যাব সদর দপ্তরের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মুত্তাজুল ইসলাম।
ভোরের আকাশ/এসএইচ