নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ মে ২০২৫ ০৭:৩৯ এএম
সোমবার ঢাকায় যেসব মার্কেট থাকবে বন্ধ
রাজধানী ঢাকায় সপ্তাহের নির্দিষ্ট দিনে বিভিন্ন এলাকার দোকানপাট ও মার্কেটগুলো বন্ধ থাকে। সোমবার (৫ মে) রাজধানীর যেসব এলাকায় বাজার ও বিপণিবিতান বন্ধ থাকবে, তা জানা না থাকলে গন্তব্যে গিয়ে হোঁচট খেতে হতে পারে। তাই সময় বাঁচাতে এবং ঝামেলা এড়াতে জেনে নিন— কোন কোন মার্কেট সোমবার বন্ধ থাকবে।
পুরো দিন যেসব মার্কেট বন্ধ থাকবে:
আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর ১০ থেকে ১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ও ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকা ও শিল্পাঞ্চল, ক্যান্টনমেন্ট, গুলশান-১ ও ২, বনানী, মহাখালী বাণিজ্যিক এলাকা, নাখালপাড়া, মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকা, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, বাসাবো, মালিবাগের একাংশ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর কিছু অংশ, শনিরআখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড়।
অর্ধদিবস বন্ধ থাকবে যেসব মার্কেট:
পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসি পল্লী, ইব্রাহীমপুর বাজার, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট (গুলশান-১ ও ২), গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা ও মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোরান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স এবং মিতালী অ্যান্ড ফ্রেন্ডস সুপার মার্কেট।
ভোরের আকাশ//র.ন