নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫ ০৫:১০ পিএম
ফাইল ছবি
এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (১৫ জুলাই) বেলা ১১টা ১০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে এই শিল্পপতি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সাঈদ হোসেন চৌধুরীর ব্যক্তিগত সচিব এমডি সোহেল।
সাঈদ হোসেন চৌধুরী কর্ণফুলী গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ভাষাসৈনিক ও সমাজসেবক হেদায়েত হোসেন চৌধুরীর ছেলে। দেশের চা শিল্পের উন্নয়নে সাঈদ হোসেন চৌধুরীর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার নেতৃত্বাধীন এইচআরসি গ্রুপ বাংলাদেশের অন্যতম প্রধান চা রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।
সাঈদ হোসেন চৌধুরী আন্তর্জাতিক পরিসরেও বাংলাদেশের সম্মানজনক প্রতিনিধিত্ব করেছেন। তিনি স্পেনে বাংলাদেশের সাবেক অনারারি কনসাল হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং কূটনৈতিক মহলে তার অবস্থান ছিল অত্যন্ত মর্যাদাপূর্ণ। বহু বছর ধরে তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও ফোরামের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ব্যবসা ও বিনিয়োগে বাংলাদেশের সম্ভাবনা বিশ্ব দরবারে তুলে ধরতে তিনি রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
ভোরের আকাশ/এসএইচ