ভোলাগঞ্জ সাদা পাথর রক্ষায় বিজ্ঞান আন্দোলন মঞ্চের প্রতিবাদ সমাবেশ
দেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পর্যটন কেন্দ্র সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায় অপরিকল্পিত পাথর উত্তোলন ও পরিবেশ ধ্বংসের প্রতিবাদে মৌলভীবাজারে "বিজ্ঞান আন্দোলন মঞ্চ"-এর উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৩ আগস্ট) বেলা ১১টায় মৌলভীবাজার প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ শুরু হয় ।সমাবেশে বক্তারা বলেন, ভোলাগঞ্জ শুধু একটি পর্যটন এলাকা নয়, এটি একটি প্রাকৃতিক ঐতিহ্য ও জীববৈচিত্র্যের আধার। অপ্রতিরোধ্যভাবে যেভাবে সাদা পাথর উত্তোলন করা হচ্ছে, তা একদিকে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে, অন্যদিকে পর্যটনের সম্ভাবনাকেও ধ্বংস করছে।তারা আরও বলেন, পাথর মাফিয়াদের অবৈধ দৌরাত্ম্য, প্রশাসনের নিষ্ক্রিয়তা ও দায়িত্বশীল কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই এই বিপর্যয় ঘটছে। অবিলম্বে পাথর উত্তোলন বন্ধ এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।সমাবেশ থেকে কয়েক দফা দাবি উত্থাপন করা হয়: অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর নজরদারি ভোলাগঞ্জকে পরিবেশগতভাবে ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা টেকসই পর্যটন ব্যবস্থাপনা বাস্তবায়ন পরিবেশবিধ্বংসী যন্ত্রপাতি অপসারণ ও মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থাবক্তব্য দেন বিজ্ঞান আন্দোলন মঞ্চ মৌলভীবাজার সভাপতি রাজীব সূত্রধর , বিশ্বজিৎ চন্দী , ও স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধি।এ সময় উপস্থিত সাধারণ মানুষ এ দাবির প্রতি সংহতি জানিয়ে বলেন, প্রকৃতি রক্ষা করা আমাদের সবার দায়িত্ব—এটা কোনো দলের বিষয় নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের বেঁচে থাকার প্রশ্ন।ভোরের আকাশ/মো.আ.