ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘের উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে আজ সকালে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।রোববার (২৭ জুলাই) সকালে বিমানের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। সম্মেলন শেষে আগামী শুক্রবার (১ আগস্ট) সকালে তার দেশে ফিরে আসার কথা রয়েছে।সংশ্লিষ্টরা জানিয়েছেন, ফ্রান্স ও সৌদি আরব জাতিসংঘ সাধারণ পরিষদের ২০২৪ সালের ডিসেম্বরে গৃহীত প্রস্তাব এ/আরইএস/৭৯/৮১-এর আলোকে যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করছে।আশা করা হচ্ছে, উপদেষ্টা সম্মেলনের আলোচনায় অংশ নিয়ে গাজায় চলমান মানবিক ও রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে দ্বিরাষ্ট্র সমাধান নিয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন।চলতি মাসে মালয়েশিয়া সফর করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি আসিয়ানের আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিয়েছিলেন।ভোরের আকাশ/এসএইচ
২৭ জুলাই ২০২৫ ০৩:৩৫ পিএম
চীন সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির
পাঁচ দিনের চীন সফর শেষে দেশে ফিরেছে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে উচ্চপর্যায়ের আট সদস্যের প্রতিনিধিদল।মঙ্গলবার (১৫ জুলাই) রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় জামায়াতের শীর্ষ নেতারা। এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ওয়ান ইয়েন ও দলের নেতাকর্মীরা তাদের স্বাগত জানান।বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের সামনে চীনা রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন এবং আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান সাংবাদিকদের উদ্দেশে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে অংশ নেন।সংবাদ সম্মেলনে সফরে বিষয়ে জামায়াতের আমির বলেন, সাংহাইয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় হয়েছে। তারা বাংলাদেশের ব্যাপারে অনেক কিছুই জানেন, আরও অনেক কিছু জানতে চেয়েছেন। আমরাও চীন সম্পর্কে তাদের কাছ থেকে অনেক কিছু জানতে চেয়েছি।তিনি আরও বলেন, কমিউনিস্ট পার্টি অব চীনের (সিপিসি) দাওয়াতে আমরা চীনের সাংহাইতে যাই। ৩৫ বছরে চীন অনেক উন্নতি সাধন করেছে। তাদের উন্নয়নের দিকগুলো কীভাবে হয়েছে, তা বোঝার চেষ্টা করেছি। এক্ষেত্রে আমাদের জাতি এবং আমাদের দল বাংলাদেশের মানুষের ভাগ্য বদলে কী করতে পারে সেগুলোও বোঝার চেষ্টা করেছি।চীন সফরকারী জামায়াত প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল এবং এহসানুল মাহবুব জুবায়ের।এছাড়া বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মো. সাহাবুদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন এবং দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনসহ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।ভোরের আকাশ/এসএইচ
১৬ জুলাই ২০২৫ ০৩:০৫ পিএম
তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিনিধি দলের সাথে চীনের কমিউনিস্ট পার্টি-সিপিসি’র এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানায় সিপিসি।সোমবার (২৩ জুন) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।তিনি জানান, দুপুর ২টায় চীন সফররত বিএনপির প্রতিনিধিদলটি চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড পরিদর্শন করে।শায়রুল কবির খান আরও জানান, চীনের রাজধানী বেইজিংয়ের পিপলস গ্রেট হলে অনুষ্ঠিত এই দ্বিপাক্ষিক বৈঠকে বিএনপির পক্ষে নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকের শুরুতে লি হংঝং বিএনপির প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানান।আলোচনাকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আঞ্চলিক রাজনীতিতে চীনের নেতৃত্বের উদ্যোগকে ইতিবাচক আখ্যায়িত করে এর পরিধি বাড়িয়ে বহুপাক্ষিক করার আশাবাদ ব্যক্ত করেন।ভোরের আকাশ/এসএইচ