চরফ্যাশনে যুবদল নেতার নামে অপপ্রচার গ্রামবাসীর ঝাড়ু মিছিল
ভোলার চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ১২ নং চরকুকরি-মুকরি ইউনিয়নের চরপাতিলা গ্রামের যুবদলের সভাপতি মো. নুরে আলম মুন্সির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে যড়যন্ত্রমূলক মিথ্যা ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছে গ্রামবাসী।বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা ১১ টার দিকে উপজেলার চরপাতিলা বাজারে এ মানববন্ধন ও ঝাড়ু মিছিল করা হয়েছে। মিছিলটি বাজারের পূর্ব মাথা থেকে শুরু হয়ে পশ্চিম মাথায় গিয়ে শেষ হয়। মিছিলটিতে ওই গ্রামের প্রায় ৫ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।এ সময় কামাল দালাল, জীলন, ও নাজমা, নিরুতাজ সহ স্থানীয়রা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন,চরপাতিলা ৯ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি ফিরোজ ও তার সহযোগী মন্নান, কাজল, সিরাজ ও নোমান সহ একদল কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে চরপাতিলা গ্রামের জনপ্রিয় যুবদল নেতা মো.নুরে আলম মুন্সির বিরুদ্ধে বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে। এবং তার নামে একটি মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছে। এ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং অপপ্রচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তারা। চরপাতিলা গ্রামের যুবদল নেতা নুরে আলম মুন্সি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার মান-সম্মান ক্ষুণ্ন করছে ফিরোজ ও তার কয়েকজন সহযোগী। আমি এই অপপ্রচারের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ভবিষ্যতে আমার বিরুদ্ধে এধরণের অপপ্রচার চালানো হলে আমি আইনের আশ্রয় নেবো।অভিযুক্ত চরপাতিলা ৯ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি ফিরোজ হাওলাদার, ও তার সহযোগী মন্নান, সিরাজ, কাজল, নোমান অভিযোগের বিষয়টি অস্বীকার করে তারা বলেন, আমাদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করাচ্ছে যুবদল নেতা নুরে আলম মুন্সি। আমরাও সেই ঘটনার বিচার চাই।ভোরের আকাশ/হ.র