৫.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো উত্তর ইরান। একই সময়ে তাজিকিস্তানে ৪.০ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (২০ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, রোববারের ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে মাত্র ৩ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে, যা স্থলভাগে কম্পন ও ক্ষতির মাত্রা বাড়িয়ে দেয়। অন্যদিকে, একই দিনে তাজিকিস্তানে ৪.০ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ১৬০ কিলোমিটার গভীরে ছিল। ভোরের আকাশ/এসএইচ
২০ জুলাই ২০২৫ ১০:৫৪ এএম
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্রের আলাস্কা
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৩। তীব্র এ ভূমিকম্পের পর জারি করা হয়েছে সুনামি সতর্কতা। তথ্যটি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)। বৃহস্পতিবার (১৭ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।বার্তাসংস্থাটি বলছে, ভূমিকম্পটি স্থানীয় সময় বুধবার দুপুর ১২টা ৩৭ মিনিটে অনুভূত হয়। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল স্যান্ড পয়েন্ট শহর থেকে প্রায় ৫৪ মাইল (৮৭ কিলোমিটার) দক্ষিণে এবং এর গভীরতা ছিল ২০.১ কিলোমিটার।ভূমিকম্পের পরপরই আলাস্কার দক্ষিণাঞ্চল ও আলাস্কা উপদ্বীপের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়। আলাস্কার পালমারে অবস্থিত জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানায়, সুনামির উপস্থিতি নিশ্চিত করা হয়েছে এবং কিছু প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।সতর্কবার্তায় বলা হয়, আলাস্কার কেনেডি এন্ট্রান্স (হোমার শহর থেকে ৪০ মাইল দক্ষিণ-পশ্চিমে) থেকে শুরু করে ইউনিম্যাক পাস (উনালাস্কার ৮০ মাইল উত্তর-পূর্বে) পর্যন্ত প্রশান্ত মহাসাগরীয় উপকূলে এই সতর্কতা কার্যকর থাকবে।এর আগে, ১৯৬৪ সালের মার্চে আলাস্কায় ৯.২ মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়েছিল, যা উত্তর আমেরিকার ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে নথিভুক্ত। সেই ভূমিকম্পে অ্যানকোরেজ শহর প্রায় ধ্বংস হয়ে যায় এবং এক বিশাল সুনামি আলাস্কা উপসাগর, যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল এবং হাওয়াই দ্বীপপুঞ্জে আঘাত হানে। প্রাণ হারান ২৫০ জনের বেশি মানুষ।সাম্প্রতিক বছরগুলোর মধ্যে ২০২৩ সালের জুলাই মাসে আলাস্কার উপদ্বীপে ৭.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল, তবে তখন তেমন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে, এবারের ভূমিকম্পের কারণে সুনামির আশঙ্কা দেখা দেওয়ায় সতর্ক অবস্থানে রয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।ভোরের আকাশ/এসএইচ
১৭ জুলাই ২০২৫ ১০:১৩ এএম
ভূমিকম্পে কাঁপলো দিল্লি
ভারতের রাজধানী দিল্লি এবং সংলগ্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে। এতে রীতিমত নড়ে উঠেছে গোটা অঞ্চলের ভবনগুলো। স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ৯টা ৪ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৪।ভারতের জাতীয় ভূতত্ত্ব পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, কম্পনের উৎসস্থল ছিল রাজধানী দিল্লি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে হরিয়ানার ঝজ্জরে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পনটি হয়েছে।ভূমিকম্পে হতাহতের কোনো খবর মেলেনি। তবে দিল্লি এবং আশপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ভয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। এলাকাবাসীরা অনেকে জানান, তাদের বাড়িতে ফ্যান এবং অন্য আসবাবপত্র কাঁপতে শুরু করেছিল।দিল্লি সংলগ্ন উত্তরপ্রদেশের নয়ডা এবং হরিয়ানার গুরুগ্রামে প্রচুর অফিস রয়েছে। সেই এলাকাগুলোতেই কম্পন টের পাওয়া গেছে। ভূমিকম্পের সময় অফিসগুলোতে কম্পিউটার কেঁপে ওঠে বলে দাবি করছেন ওই এলাকার অফিসগুলোর কর্মীদের অনেকে। তারাও ভয়ে বহুতল অফিস ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।ভোরের আকাশ/এসএইচ
১০ জুলাই ২০২৫ ০৬:৫৬ পিএম
ভূমিকম্পে কেঁপে উঠলো পাকিস্তান
ভূমিকম্প আঘাত হেনেছে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫। রোববার (২৯ জুন) ভোররাতে দেশটির মধ্যাঞ্চল ও বেলুচিস্তান প্রদেশে এই ভূকম্পন হয়। পৃথক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)-এর তথ্য অনুসারে, পাকিস্তানের মধ্যাঞ্চলে রোববার ভোরে একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। জার্মানির ভূ-তাত্ত্বিক এই গবেষণা কেন্দ্রটি জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫।অন্যদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, স্থানীয় সময় ভোররাত ৩টা ৩০ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। কেন্দ্রস্থল ছিল বেলুচিস্তানের বারখান শহরের প্রায় ৬০ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূমিকম্পটি ছিল অপেক্ষাকৃত অগভীর। এটি মাত্র ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়, যা এর কম্পনকে আরও বেশি তীব্র করে তোলে।ভোরের আকাশ/এসএইচ
২৯ জুন ২০২৫ ১০:০০ এএম
ভূমিকম্পে কেঁপে উঠলো ফিলিপাইন
ফিলিপাইনের দক্ষিণ উপকূলে ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।শনিবার (২৮ জুন) মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তি ছিল দাভাও অক্সিডেন্টাল প্রদেশের উপকূল থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০১ কিলোমিটার গভীরে। তবে ভূমিকম্পটি থেকে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’ অঞ্চলে অবস্থানের কারণে ফিলিপাইনে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। তবে সেগুলোর বেশিরভাগই তীব্রতা কম হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয় না।এর আগে গত ২৪ জুনও দক্ষিণ ফিলিপাইনে ৬ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। ভোরের আকাশ/এসএইচ
২৮ জুন ২০২৫ ০২:২৯ পিএম
করাচিতে ছয় দিনে ৩২টি ভূমিকম্প
পাকিস্তানের বাণিজ্যিক নগরী করাচিতে গত ৬ দিনে অন্তত ৩২টি মৃদু ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।দেশটির প্রধান আবহাওয়াবিদ আমির হায়দার লাঘারি জানিয়েছেন, ১ থেকে ৬ জুনের মধ্যে এসব কম্পনের মাত্রা ছিল ১.৫ থেকে ৩.৬ রিখটার স্কেলের মধ্যে।জিও নিউজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, শহরের কাইদাবাদ, গাডাপ, মালির, ডিএইচএ ও করাঙ্গি এলাকায় ভূকম্পনগুলো সবচেয়ে বেশি অনুভূত হয়েছে। সর্বশেষ কম্পনটি রেকর্ড করা হয় শুক্রবার সকাল ৮টা ৩২ মিনিটে, যার মাত্রা ছিল ১.৫। ভূকম্পনের গভীরতা ছিল ২ কিলোমিটার থেকে ১৮৮ কিলোমিটার পর্যন্ত।লাঘারি জানান, করাচির লান্ধি ফল্ট লাইন দীর্ঘ কয়েক দশক পর আবার সক্রিয় হয়েছে। তবে এটি এখন ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার প্রক্রিয়ায় রয়েছে। তিনি বলেন, এ ধরনের ছোট ভূকম্পনগুলো সাধারণত শক্তি প্রশমন করে, যা ভবিষ্যতে বড় ভূমিকম্পের সম্ভাবনা কমিয়ে দেয়।আবহাওয়াবিদ আরও বলেন, ফল্ট লাইনের ওপর নির্মিত ভবনগুলো যেন অন্তত ৬ মাত্রার ভূমিকম্প সহনীয় হয়—এ বিষয়টি মাথায় রেখে ভবন নির্মাণ করা উচিত। ইতোমধ্যে কিছু ভবনে ফাটল দেখা দেওয়ার পেছনে কাঠামোগত ত্রুটি থাকতে পারে বলেও তিনি মন্তব্য করেন।ভোরের আকাশ।।হ.র
০৮ জুন ২০২৫ ১১:৩০ পিএম
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়ার বোগোতা
৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে কলম্বিয়ার রাজধানী বোগোতা। রোববার (৮ জুন) পুরো শহরটি ভূমিকম্পে কেঁপে ওঠে।যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিসএ) জানিয়েছে, ভূমিকম্পের মাত্রাটি ছিল ৬ দশমিক ৩। তবে জর্মানির ভূ-বিজ্ঞান গবেষণা কেন্দ্র (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পের মাত্রাটি ছিল ৬ দশমিক ৫। আর ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে।বার্তসংস্থা এএফপি এক প্রতিবেদনে জানায়, ভূমিকম্পের সময় রাজধানীর ভবনগুলো কাঁপতে থাকে। শহরজুড়ে সাইরেন বেজে ওঠে। তাৎক্ষণিকভাবে মানুষ ভবন থেকে বেরিয়ে রাস্তায় চলে আসেন।ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সূত্র: আলজাজিরাভোরের আকাশ/জাআ
০৮ জুন ২০২৫ ১০:৪২ পিএম
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ক্যালিফোর্নিয়া
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আঘাত হেনেছে ৫.২ মাত্রার ভূমিকম্প। এতে অঙ্গরাজ্যটির সান দিয়েগো নগরীর বাইরে গ্রামীণ রাস্তাগুলোতে পাথরের টুকরো পড়ে থাকতে দেখা যায়। এছাড়া নগরীর সাফারি পার্কে ঝাঁকুনি অনুভব করেন কর্মকর্তারা। তবে কোনো আহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (১৫ এপ্রিল) এ তথ্য জানিয়েছে মার্কিন বার্তাসংস্থা এপি।সংবাদমাধ্যমটি বলছে, ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো ও তার আশপাশের এলাকায় স্থানীয় সময় সোমবার ৫.২ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)।স্থানীয় সময় সকাল ১০টা ৮ মিনিটে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির কেন্দ্র ছিল জুলিয়ান শহরে। এটি সান ডিয়েগোর উত্তর-পূর্বে কুয়ামাকা পাহাড়ে অবস্থিত একটি ছোট পর্যটন শহর।দুই ঘণ্টা পর সান ডিয়েগো শহর কর্তৃপক্ষের মুখপাত্র পেরেট গডউইন বিবিসিকে জানান, কোনও ধরণের বড় ক্ষয়ক্ষতি বা আহতের খবর এখনও পাওয়া যায়নি। একই কথা জানিয়েছে সান ডিয়েগো শেরিফের দপ্তরও। তারা একে “চলমান পরিস্থিতি” বলে উল্লেখ করেছেন।ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম ভূমিকম্পের পরপরই বিষয়টি নিয়ে অবহিত হয়েছেন বলে এক্স (সাবেক টুইটার)-এ জানিয়েছে তার দপ্তর। ভূমিকম্পের পর ইউএসজিএস একাধিক ছোট আফটারশকও রেকর্ড করেছে। তবে ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, এই ভূমিকম্পের কারণে সুনামির কোনও আশঙ্কা নেই।ভোরের আকাশ/এসএইচ