বিনা প্রতিদ্বন্দ্বিতায় খুলনা ও সিলেটের পরিচালক হতে যাচ্ছেন রাজ্জাক, জুলফিকার ও রাহাত
আগামী ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে সোমবার পর্যন্ত চলেছে পরিচালক পদে মনোনয়ন জমার প্রক্রিয়া।মনোনয়ন গ্রহণ শেষে দেখা গেছে, খুলনা ও সিলেট বিভাগের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্ধারিত হচ্ছে। খুলনা বিভাগের দুজন নতুন পরিচালক হচ্ছেন আব্দুর রাজ্জাক এবং জুলফিকার আলি খান। সিলেটের একমাত্র মনোনয়ন জমা দিয়েছেন রাহাত শামস, ফলে তিনি সিলেটের নতুন পরিচালক হিসেবে দায়িত্বে আসবেন। বরিশাল বিভাগের একমাত্র মনোনয়ন জমা পড়ায় সাখাওয়াত হোসেনও পরিচালক হিসেবে নির্বাচিত হবেন। তবে সব মনোনয়ন বৈধ ঘোষণা হলে তারা চূড়ান্তভাবে দায়িত্ব নেবেন।এদিকে, অন্যান্য বিভাগের জন্যও মনোনয়ন জমা পড়েছে। রাজশাহী থেকে ৪টি, রংপুর থেকে ৩টি, চট্টগ্রাম থেকে ৪টি এবং ঢাকা বিভাগ থেকে ৩টি মনোনয়ন জমা পড়েছে।মনোনয়ন প্রক্রিয়ায় মোট ৫১টি মনোনয়ন জমা পড়েছে। এর মধ্যে জেলা-বিভাগ থেকে ১৫টি, ঢাকার ক্লাব থেকে ৩০টি এবং ক্যাটাগরি ৩ থেকে ৩টি মনোনয়ন নেওয়া হয়েছে। বিশেষ করে ঢাকা বিভাগের ৩ জন, চট্টগ্রাম ৫ জন, খুলনা ৩ জন, রাজশাহী ৪ জন, সিলেট ৩ জন, রংপুর ৬ জন এবং বরিশাল ১ জন মনোনয়ন জমা দিয়েছেন।বিসিবি নির্বাচন সম্পর্কে কর্মকর্তা জানান, মনোনয়ন বৈধ ঘোষণার পরেই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।ভোরের আকাশ // হ.র