টিকটক বন্ধের সময়সীমা বাড়তে পারে, ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও চীনা কোম্পানি বাইটড্যান্সকে দেওয়া সময়সীমা বাড়াতে যাচ্ছেন। মূলত বুধবার (১৭ সেপ্টেম্বর) এর মধ্যে টিকটকের মার্কিন সম্পদ বিক্রি করতে হবে বা অ্যাপটি বন্ধ করতে হবে, এমন আইন কার্যকর হওয়ার কথা ছিল। তবে হোয়াইট হাউসের একটি সূত্র জানিয়েছে, এবারও সময়সীমা বাড়ানো হতে পারে।এটি চতুর্থবারের মতো সময়সীমা বৃদ্ধি হবে। প্রথমে সময়সীমা নির্ধারিত ছিল জানুয়ারি ২০২৫ পর্যন্ত, এরপর কয়েক দফায় তা বাড়ানো হয়েছে।গত মাসে ট্রাম্প দাবি করেছিলেন, টিকটকের জন্য মার্কিন ক্রেতা প্রস্তুত এবং প্রয়োজন হলে সময় আরও বাড়ানো যাবে। তবে রোববার (১৪ সেপ্টেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, হতে পারে দেব, হতে পারে দেব না। আমরা এখন টিকটক নিয়ে আলোচনা করছি। হয়তো টিকটককে মরতে দেব, আবার হয়তো না। এটি চীনের ওপরও নির্ভর করছে। তবে আমি শিশুদের জন্য এটি করতে চাই।টিকটক যুক্তরাষ্ট্রে প্রায় ১৭ কোটি ব্যবহারকারীর কাছে জনপ্রিয়। সরাসরি অ্যাপটি বন্ধ করা বিষয়ে হোয়াইট হাউসও দ্বিধায় রয়েছে। চীন-বিরোধী নীতিনির্ধারকরা অভিযোগ করেন, বেইজিং টিকটক ব্যবহার করে মার্কিন নাগরিকদের ওপর নজরদারি, ব্ল্যাকমেইল বা সেন্সরশিপ চালাতে পারে। তবে ট্রাম্প জানিয়েছেন, তিনি আসলে অ্যাপটিকে বাঁচাতে চান।চলতি বছরের শুরুতে একটি চুক্তির খসড়া তৈরি হয়েছিল, যেখানে টিকটকের যুক্তরাষ্ট্র অংশকে নতুন একটি মার্কিন কোম্পানিতে রূপান্তর করার প্রস্তাব ছিল। কিন্তু ট্রাম্প প্রশাসন চীনা পণ্যে নতুন শুল্ক ঘোষণার পর বেইজিং জানায়, তারা এমন চুক্তি অনুমোদন করবে না। ফলে আলোচনা থমকে যায়। তবে ১৭ সেপ্টেম্বরের মধ্যে কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা নেই।ভোরের আকাশ/তা.কা