নির্বাচনী রোডম্যাপ ঘোষণায় মঈন খানের অভিনন্দন
কোটি কোটি মানুষের প্রত্যশা পুরণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্বাচন রোডম্যপ ঘোষণাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।৫ই অগাস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের বার্ষিকীতে প্রধান উপদেষ্টার ভাষণের ওপরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আজ বুধবার ড. মঈন খান বলেন, আমি বিশ্বাস করি বিএনপির দীর্ঘ দেড় দশকের সংগ্রাম ও আত্মত্যাগের পর আজ বাংলাদেশের গণতন্ত্রে উত্তরণের পথ পরিক্রমায় আমাদের প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে।তিনি বলেন, দেশের মানুষের ভোটার অধিকার তথা একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় যে চিরন্তন সংগ্রাম, তারই একটি গুরুত্বপূর্ণ পর্যায় আজ আমরা অতিক্রম করেছি। আগামী সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন যাতে করে আমরা সফলভাবে সম্পন্ন করে - মুক্তিযুদ্ধের যে মূল আকাঙ্ক্ষা - সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে পারি, আমি এই প্রত্যাশা ব্যক্ত করছি”।একই সঙ্গে বাংলাদেশের কোটি কোটি মানুষের প্রত্যশা পুরণে প্রধান উপদেষ্টার এই রোডম্যপ ঘোষণার জন্যে তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ড. মঈন খান ।ভোরের আকাশ/জাআ