জামায়াত আমিরের পক্ষ থেকে পিরোজপুরের মন্দিরগুলোয় শুভেচ্ছা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষ পিরোজপুর জেলার সব মন্দিরের পূজার্থী ও হিন্দু সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে জামায়াতে ইসলামী পিরোজপুর সদর উপজেলা শাখার উদ্যোগে কদমতলা ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ও সার্বিক বিষয় খোঁজখবর নিয়েছেন। এ সময় তারা কদমতলা ইউনিয়নের ধর্ম দক্ষিণী শিব মন্দির, শ্রীশ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম, পোরগোলা নতুন হাটখোলা মন্দিরসহ ইউনিয়নের সব মন্দির পরিদর্শন করেন। জেলা সেক্রেটারি অধ্যক্ষ অধ্যক্ষ জহিরুল হক বলেন, জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ধর্ম দিয়ে আমাদের বিভাজন করা সম্ভব নয়। বিগত ১৭ বছর আপনাদের পাশে আমাদের আসতে দেওয়া হয়নি। আপনাদের যে কোন সমস্যায় আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো। তিনি ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর গুরুত্বারোপ করে বলেন, “বাংলাদেশ সব ধর্ম-বর্ণের মানুষের সম্মিলিত আবাসভূমি। এখানে সবাই নিজ নিজ ধর্ম শান্তিপূর্ণভাবে পালনের অধিকার রাখে।”ডা. শফিকুর রহমান আশা প্রকাশ করেন, পিরোজপুরসহ সারা দেশের মন্দিরগুলোয় পূজা-অর্চনা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। তিনি হিন্দু সম্প্রদায়ের সার্বিক কল্যাণ, উন্নতি ও সুখ-সমৃদ্ধি কামনা করেন।এসময় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা শেখ আব্দুর রাজ্জাক, পৌর সেক্রেটারি আল আমিন শেখ, ছাত্র শিবিরের পিরোজপুর জেলা শাখার প্রচার সম্পাদক, মো. হাসিব বিল্লাহ, যুব বিভাগের সভাপতি নকিব নাসরুল্লাহ, যুব নেতা আশিকুর রহমান নয়ন ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দসহ অনেকে।ভোরের আকাশ/মো.আ.