চট্টগ্রামের সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তার কাছ থেকে ৩ লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিনতাই করেছে দুর্বৃত্তরা।সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের মনুফকিরহাট বাজার সংলগ্ন চৌধুরী পাড়া মোড়ে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামীণ ব্যাংক ফুলতলা শাখার কেন্দ্র ব্যবস্থাপক অভি চৌধুরী (২৭) মাসিক কিস্তি সংগ্রহ শেষে সিএনজি অটোরিকশায় ফিরছিলেন। পথে একই সিএনজিতে তার পাশে বসা তিনজন অজ্ঞাত ব্যক্তি নির্জন এলাকায় গলায় ছুরি ধরে তার কাছ থেকে মাঠ থেকে সংগ্রহ করা নগদ ৩ লাখ টাকা ও একটি আইফোন ছিনিয়ে নেয়। পরে তাকে সিএনজি থেকে রাস্তার পাশে ফেলে দ্রুত পালিয়ে যায় ছিনতাইকারীরা।শাখা ব্যবস্থাপক ফোরকান বলেন, “গতকাল আমাদের অফিসের কেন্দ্র ব্যবস্থাপক অভি চৌধুরী টাকা সংগ্রহ শেষে ফিরছিলেন। পথে তিনজন অপরিচিত ব্যক্তি তার কাছ থেকে নগদ ৩ লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়।”ঘটনার পর গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক সাতকানিয়া থানায় লিখিত এজাহার দাখিল করেছেন। সাতকানিয়া থানা পুলিশ জানিয়েছে, অজ্ঞাত তিনজনকে আসামি করে মামলা রুজু করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।ভোরের আকাশ/মো.আ.
গাজীপুরের শ্রীপুরেপুলিশের গাড়িতে হামলা চালিয়ে সুমন শেখ নামে এক সন্ত্রাসীকে ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৫ পুলিশ সদস্য।বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে শ্রীপুর পৌরসভার টেংরা রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, অস্ত্র আইনের একাধিক মামলার আসামি সুমন মিয়াকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় তার সহযোগীরা মোটরসাইকেলে এসে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। এ সময় বাধা দিলে হামলাকারীরা পুলিশের ওপর আক্রমণ করে এবং পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় আহত পুলিশ সদস্যরা হলেন, উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নাজমুল ইসলাম (৪০), শাফায়াত ওসমান (৩৪), সহকারী উপপরিদর্শক (এএসআই) এমদাদুল হক খান (৩৭) শহিদুল ইসলাম (৩৮), এমদাদাদুল হক (৪৮)। তাদেরকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ প্রথমে ত্রিমোহনী ব্রিজ এলাকা থেকে সন্ধ্যা ৭টার দিকে মুজাহিদ ওরফে সুমনকে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ উপস্থিত হয়। সুমনকে নিয়ে আসার পথে তার সহযোগীরা কয়েক দফা হামলার পর আসামিকে ছিনিয়ে নেয়। তাদের হামলায় এসআই এবং এএসআইসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছে।ভোরের আকাশ/এসএইচ
২৯ আগস্ট ২০২৫ ১১:৪৫ এএম
ভাইরাল সেই ছিনতাইয়ের ঘটনায় চাপাতিসহ গ্রেপ্তার ৩
রাজধানীর শ্যামলীতে সংঘটিত একটি ছিনতাইয়ের ঘটনা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে সম্প্রতি; ব্যাপক ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও। ভাইরাল সেই ঘটনায় জড়িত তিনজনকে শেষ পর্যন্ত গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।বৃহস্পতিবার (১৭ জুলাই) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।তিনি বলেন, শামলীতে এক যুবককে চাপাতি দিয়ে ছিনতাইয়ের ভাইরাল ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে ডিবি মোট তিনজকে গ্রেফতার করলো। গ্রেফতাররা হলেন- আল আমিন ও আসলাম। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা তিনজন। এর আগে কবির নামের আরেকজনকে গ্রেফতার করা হয়।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধারালো অস্ত্র হাতে হেলমেট পরিহিত অবস্থায় ছিনতাইয়ের একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে এক যুবকের কাছ থেকে তার মানিব্যাগ ও কাঁধের ব্যাগ ছাড়াও মোবাইল ফোন এমনকি তার গায়ে থাকা পোশাক ও জুতাও খুলে নিয়ে যেতে দেখা যায়। অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়। গত ১১ জুলাই ভোর ৬টার দিকে শ্যামলীর ২ নম্বর রোডের কাজি অফিসের সামনে এ ঘটনা ঘটে।ভাইরাল ভিডিওতে দেখা যায়, ওইদিন ভোরের দিকে কাজি অফিসের সামনের রাস্তা দিয়ে ছাতা হাতে হেঁটে যাচ্ছিলেন এক যুবক। ওই সময় হঠাৎ পেছন থেকে একটি মোটরসাইকেলে এসে তার পথরোধ করেন তিনজন। ভিডিওতে তাদের হাতে ধারালো অস্ত্র দেখা যায়। সেটি দিয়েই ভুক্তভোগীকে জিম্মি করে ভয় দেখান তারা।ভাইরাল ভিডিওতে আরও দেখা যায়, দুইজন ছিনতাইকারী হেলমেট পরিহিত অবস্থায় থাকলেও একজন খালি গায়ে ছিলেন। তারা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ভুক্তভোগী যুবকের কাছ থেকে শুধু টাকা-পয়সা ও মোবাইল ফোনই নয়; তার পরনে থাকা জামা ও পায়ের জুতাও খুলে নেয়। পরবর্তীতে আবারও মোটরসাইকেলে করে দ্রুতই তারা পালিয়ে যান।ভোরের আকাশ/এসএইচ
দেশের একের পর এক অপরাধমূলক কর্মকান্ড বেড়েই চলেছে। বদলে যাচ্ছে অপরাধের ধরন ও বীভৎসতা। ছিনতাইকারীদের হাত থেকে রক্ষা পাচ্ছে না মানুষের শরীরের জামা-কাপড়ও। রাজধানীর শ্যামলীতে ঘটে গেছে এক চরম নৃশংস ও চমকে দেওয়ার মতো এমন ছিনতাইয়ের ঘটনা। ছিনতাইকারীরা শুধু টাকা-পয়সা বা ব্যাগই নয়, ভুক্তভোগীর গায়ের জামা ও পায়ের জুতাও ছিনিয়ে নিয়েছে। পুরো ঘটনা ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায় এবং সেই ভিডিও ফুটেজ এখন ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে।শনিবার (১২ জুলাই) সকালে শ্যামলী ২ নম্বর রোডে এমন ঘটনা ঘটে। তিন ছিনতাইকারী একটি মোটরসাইকেলে দেশীয় অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনাটি ঘটায়। আজ শেরে বাংলা নগর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী যুবকের নাম শিমিয়ন (২৭)। তিনি একমি ল্যাবলেটরিতে কেমিস্ট হিসেবে চাকরি করেন। শ্যামলী দুই নম্বর রোডে একটি ভাড়া বাসায় থাকেন। শুক্রবার সকালে অফিসে যাওয়ার সময় ছিনতাইয়ের শিকার হন।ওসি ইমাউল হক বলেন, ‘তিন ছিনতাইকারী মোটরসাইকেলে এসে ওই যুবকের সঙ্গে থাকা ব্যাগ, টাকা, মোবাইল, এমনকি তার জামা ও জুতা ছিনিয়ে নেয়। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি এবং ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা চলছে।’এদিকে সিসিটিভির ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, ছাতা হাতে এক যুবক হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ পেছন থেকে তিন ছিনতাইকারী মোটরসাইকেলে এসে তাকে ঘিরে ফেলে। দুই জন হাতে ধারালো অস্ত্র নিয়ে যুবকের মুখোমুখি অবস্থান নেয়, অন্য একজন মোটরসাইকেল ইউটার্ন করে সামনে এসে পথ আটকে দাঁড়ায়। তাদের মধ্যে দুই জনের মাথায় হেলমেট ছিল, আর একজন ছিল খালি গায়ে। এরপর তারা ভুক্তভোগী যুবকের সঙ্গে থাকা ব্যাগ ও জিনিসপত্র ছিনিয়ে নিয়ে নেয়। একপর্যায়ে তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দেখিয়ে ভীতি সৃষ্টি করে ভুক্তভোগীর শরীরের জামা ও পায়ের জুতা খুলিয়ে নেয়। ছিনতাই শেষে তিন জন আবার মোটরসাইকেলে ওঠে দ্রুত পালিয়ে যায়।এ ঘটনা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সাধারণ মানুষ প্রশ্ন তুলছে- রাজধানীর ব্যস্ত এলাকায় এভাবে একজন মানুষের সর্বস্ব কেড়ে নেওয়া, এমনকি জামা-জুতা পর্যন্ত ছিনিয়ে নেওয়ার সাহস কোথা থেকে পায় দুর্বৃত্তরা? এটি রাজধানীর আইনশৃঙ্খলার ভয়াবহ অবনতির চিত্র। আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারি দাবি করলেও ছিনতাইকারীরা যেন দিনে-দুপুরেও বেপরোয়াভাবে ঘুরে বেড়াচ্ছে।ওসি ইমাউল হক আরও বলেন, ‘এই ঘটনার ভুক্তভোগী শিমিয়ন শনিবার সন্ধ্যায় থানায় এসে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছেন। আমরা বিষয়টি নিয়ে কাজ করছে। পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা করছে।’ভোরের আকাশ/এসএইচ
১২ জুলাই ২০২৫ ০৮:৫৫ পিএম
রাজধানীতে ছিনতাইয়ের সময় গণপিটুনি, যুবকের মৃত্যু
রাজধানীর মুগদায় ছিনতাই করার সময় গণপিটুনিতে আহত এক যুবক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার নাম আলমিন (২০)।বৃহস্পতিবার (৩ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেক) মারা যান তিনি। এর আগে বুধবার (২ জুলাই) রাত পৌনে ১০টার দিকে মুগদা হাসপাতালের বিপরীত পাশে শান্ত ফিলিং স্টেশনের সামনের রাস্তায় ছিনতাই করার সময় আশপাশের লোকজন গণপিটুনি দেয় তাকে।মুগদা থানার উপ পরিদর্শক (এসআই) উত্তম কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার রাত আনুমানিক রাত পৌনে ১০টার দিকে সময় মুগদা হাসপাতালের বিপরীত পাশে শান্ত ফিলিং স্টেশন এর সামনে ছিনতাই করার চেষ্টা করে ওই যুবক। এসময় লোকজন তাকে ধরে গণপিটুনি দেয়। এতে সে গুরুতর আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকালে মারা যায়।তিনি আরও বলেন, নিহতের নাম আল আমিন, তবে বিস্তারিত ঠিকানা জানা যায়নি। ছিনতাইয়ের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ওই যুবকের বিস্তারিত ঠিকানা জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।ভোরের আকাশ/আজাসা
০৩ জুলাই ২০২৫ ০৮:১৪ পিএম
সাভারে চলন্ত বাস থেকে ৩ ছিনতাইকারী গ্রেপ্তার
ঢাকার সাভারে চলন্ত বাসে তল্লাশির সময় বার্মিজ চাকুসহ তিন ছিনতাইকারী তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় ঢাকাগামী মৌমিতা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশির সময় তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।আটককৃতরা হলেন, নবাবগঞ্জ থানার কৈইলাইল গ্রামের মনির হোসেনের ছেলে তানভির হোসেন (১৮), একই জেলার সাভার থানার আনন্দপুর মহল্লার জিল্লুর রহমানের ছেলে মোঃ মামুন হাসান মুন্না (১৯) ও ময়মনসিংহ জেলার পাগলা থানার বাখনখালী গ্রামের মোকলেছুর রহমানের ছেলে সোহানুর রহমান (১৮)।আজ শুক্রবার ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন, তিন মাসে তিনটি চলন্ত বাসে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাই রোধে সাভারের ব্যাংক টাউন এলাকায় পুলিশের তল্লাশি চেকপোস্ট বসানো হয়েছে। সেখান থেকে মৌমিতা পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে তিন ছিনতাইকারীকে আটক করা হয়েছে বলে জানান তিনি।ভোরের আকাশ/সু