চিতলমারীতে নবগঠিত এডহক কমিটির সংবর্ধনা
বাগেরহাটের চিতলমারী উপজেলার নবগঠিত এডহক কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪টায় উপজেলা চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয় সভাকক্ষে এ্যাড. অসীম কুমার সমাদ্দারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সদস্য এ্যাড. ওয়াহিদুজ্জামান দিপু।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক মমিনুল হক টুলু বিশ্বাস, সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডু, এ্যাড. তপন কুমার ব্রহ্ম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষক তুহিন গোলদার। সভা শেষে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড. অসীম কুমার সমাদ্দারকে সভাপতি, মুহা. আশ্রফুজ্জামানকে শিক্ষক প্রতিনিধি, অধ্যক্ষ মিলন কান্তি মন্ডলকে অভিভাবক ও রঞ্জন কুমার বাড়ৈকে সদস্য সচিব করেন। এই নবগঠিত কমিটিকে সংবর্ধনা জানানো হয়। ভোরের আকাশ/জাআ