ইসলাম ধর্মাবলম্বীদের তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদের চত্বরে এবার ইহুদি দর্শনার্থীদের নাচ-গান এবং বাধাহীনভাবে ঘোরাফেরার অনুমতি দিয়েছে ইসরায়েল। বিষয়টি বৃহস্পতিবার ইসরায়েলের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে নিশ্চিত করা হয়।ইসরায়েলভিত্তিক চ্যানেল সেভেন জানায়, এই প্রথমবারের মতো আল-আকসা চত্বরে ইহুদিদের গান, নাচ এবং মুক্তভাবে চলাফেরার অনুমোদন দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গেভির প্রণীত নতুন নীতির আওতায়।ডানপন্থি জিউইশ পাওয়ার পার্টির নেতা বেন-গেভির নিজেও একজন অবৈধ বসতি স্থাপনকারী এবং বর্তমান যুদ্ধকালীন সরকারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সম্প্রতি কয়েকটি ইহুদি ধর্মীয় সংগঠন তার দপ্তরে গিয়ে আল-আকসায় প্রবেশাধিকার বৃদ্ধির দাবি জানায়। বৈঠকের পরই তিনি এই সিদ্ধান্ত দেন।বৈঠকে বেন-গেভির বলেন, “আমি চাই, পুরো আল-আকসা চত্বরজুড়ে সঙ্গীতের ধ্বনি বেজে উঠুক।”চ্যানেল সেভেন আরও জানায়, পুলিশকে ইতিমধ্যেই নির্দেশনা দেওয়া হয়েছে যেন চত্বরে সংগীত, নৃত্য বা দর্শনার্থীদের চলাফেরায় কোনো ধরনের বাধা না দেওয়া হয়।আল-আকসা চত্বর পরিচালনা সংক্রান্ত ঐতিহাসিক চুক্তি এবং লিখিত নিয়মকানুন অনুযায়ী— অমুসলিমদের প্রবেশ ও আচরণে সীমাবদ্ধতা রয়েছে। বেন-গেভিরের এই অনুমোদন সেই বিধিনিষেধের গুরুতর লঙ্ঘন বলে মনে করছেন বিশ্লেষকরা।উল্লেখ্য, ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের পর থেকে পূর্ব জেরুজালেম ও আল-আকসা এলাকা ইসরায়েলের দখলে রয়েছে। যদিও ১৯৮০ সালে ইসরায়েল পুরো পূর্ব জেরুজালেম নিজেদের অন্তর্ভুক্ত করার ঘোষণা দেয়, আন্তর্জাতিক সম্প্রদায় এখনও পূর্ব জেরুজালেমকে ইসরায়েলের ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয়নি।আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এ সিদ্ধান্তে মুসলিম বিশ্বে গভীর প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে এবং পূর্ব জেরুজালেমে নতুন করে উত্তেজনা বাড়তে পারে। বর্তমানে ইসরায়েল-ফিলিস্তিন সংকটের পটভূমিতে এমন পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে বলেই আশঙ্কা করা হচ্ছে।সূত্র: আনাদোলু এজেন্সিভোরের আকাশ//হ.র
২৯ জুন ২০২৫ ০২:০৭ এএম
ইরানে মোসাদের গুপ্তচর সন্দেহে ৬ জন গ্রেপ্তার
ইরানের পশ্চিমাঞ্চলীয় হামদান প্রদেশ থেকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের গুপ্তচর সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার (২৪ জুন) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থা মিডল ইস্ট আই এ এই তথ্য জানায়।ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর এক কর্মকর্তা আলী আকবর করিমপুর জানিয়েছেন, হামদান, রাজান ও নাহাভান্দ শহরে সন্দেহজনক কার্যক্রমের বিষয়ে তারা তথ্য পেয়েছে, যা বিশ্বাসঘাতকতার চিহ্ন বহন করে। ওই অঞ্চলে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা অনলাইনে উদ্দেশ্যমূলকভাবে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছে এবং ইরানের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে অভিযুক্ত।ইরান সরকার দীর্ঘদিন ধরেই গুপ্তচর ও শত্রুপক্ষের সন্দেহে বিভিন্ন ব্যক্তিকে আটক করে আসছে। চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়াকড়ি করেছে তেহরান। এর আগে ডজনখানেক গুপ্তচর সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে অনেকের বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।বর্তমানে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ইরান তার অভ্যন্তরীণ নিরাপত্তা বিশেষভাবে জোরদার করেছে। বিশেষ করে বিদেশি গোয়েন্দা সংস্থার নজরদারির মুখে দেশটির ভাবমূর্তি রক্ষা ও তথ্য প্রযুক্তির মাধ্যমে সাইবার নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।তেহরান সরকারের এই পদক্ষেপ যুদ্ধকালীন সময়ে নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় কড়া বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ইরানের এই ধরণের গ্রেপ্তার অভিযানকে দেশটির ভেতরে বিরোধীদের প্রতি কঠোর অবস্থানের প্রমাণ হিসেবেও দেখছেন।ভোরের আকাশ//হ.র
২৫ জুন ২০২৫ ১০:২০ এএম
আরেক দেশ থেকে ইসরায়েলে হামলা
ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, তবে এবার হামলাটি কোনো ভিন্ন দেশ থেকে হয়েছে। সোমবার (২৩ জুন) কয়েক ঘণ্টা আগে এ হামলা চালানো হয় বলে আল জাজিরা এবং ইরানের আধা সরকারি বার্তাসংস্থা ফারস নিউজ এজেন্সি জানিয়েছে।ফারস জানায়, সোমবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়, যার সময় দেশটির আকাশসীমায় সাইরেন বেজে ওঠে। তবে এই হামলা ইরান থেকে নয়, বরং ইয়েমেন থেকে চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, অপারেশন ট্রু প্রমিজের অধীনে ২১তম হামলা এখনো চালানো হয়নি। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। তবে এ হামলায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কিছু জানা যায়নি।উল্লেখ্য, ১৩ জুন ইরানের হামলা চালায় ইসরায়েল। দেশটির এ হামলায় পরমাণু, সামরিক ও আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে ৪০০-এর বেশি ইরানি নাগরিক নিহত হন। নিহতদের মধ্যে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী ও সাধারণ মানুষ রয়েছেন। ভোরের আকাশ/এসএইচ