আমির খানের বাড়িতে কেন পুলিশের অভিযান!
আমির খানের বাড়িতে ২৫ আইপিএস অফিসার অভিযান চালিয়েছেন। ভারতীয় একাধিক গণমাধ্যম এ খবর নিশ্চিত করেছে। কারণ কী? সে নিয়ে আলোচনার শেষ নেই।সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় আমির খানের বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছে পুলিশের একটি ভ্যান ও একটি সরকারি বাস। ভিডিওটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। আর তাতে শুরু হয় জল্পনা কী কারণে এমন তল্লাশি?জানা গেছে, আমির খানের নামে রেজিস্টার্ড বিলাসবহুল রোলস রয়েস গাড়ি রাস্তায় চলাচল করছে। অথচ বছরখানেক আগেই এই তারকা নাকি গাড়িগুলো বিক্রি করে দিয়েছেন কর্ণাটকের প্রভাবশালী রাজনীতিক ও ব্যবসায়ী ইউসুফ শরিফের কাছে। আমিরের সঙ্গে যুক্ত হয়েছে বলিউডরে আরেক শক্তিমান অভিনেতা অমিতাভ বচ্চনেরও নাম। তিনিও নাকি তার রোলস রয়েস গাড়িটি বিক্রি করেছেন।তবে সমস্যা হলো- ইউসুফ এখনও নিজের নামে গাড়িগুলোর রেজিস্ট্রেশন সম্পন্ন করেননি। এমনকি পরিশোধ করেননি রোড ট্যাক্সও।ফলে আইনি দিক দিয়ে এখনও গাড়িগুলোর মালিক হিসেবে আমির ও অমিতাভ বিবেচিত হচ্ছেন। এ পরিস্থিতিতে গাড়িগুলোর ব্যবহার ও কর ফাঁকির অভিযোগে তদন্তে নেমেছে প্রশাসন। সূত্র বলছে, এ মামলার প্রেক্ষিতেই আমির খানের বাড়িতে হানা দেয় প্রায় ২৫ জন পুলিশ কর্মকর্তা।ঘটনায় নাম জড়ালেও এখনও এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি আমির খান বা অমিতাভ বচ্চন। তবে নেটিজেনদের একাংশের সন্দেহ, হয়তো বড়সড় বিপাকে পড়তে চলেছেন বলিউডের এ দুই মহারথী। এদিকে তদন্তের আওতায় আনা হয়েছে ইউসুফ শরিফকেও। ঘটনা কোন দিকে মোড় নেয়, তা এখন সময়ই বলে দেবে।ভোরের আকাশ/জাআ