আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫ ০৩:৩৬ পিএম
সংগৃহীত ছবি
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়া-ইউক্রেন সীমান্তবর্তী রুশ প্রদেশ ক্রুস্কের একটি পরমাণু বিদ্যুৎকেন্দ্রে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার স্থানীয় সময় শেষ রাতের দিকে ঘটেছে এই ঘটনা। পরমাণু বিদ্যুৎকেন্দ্রটির অবস্থান রাশিয়া-ইউক্রেন সীমান্তের কাছাকাছি। রোববার (২৪ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়েছেন, অল্প সময়ের মধেই ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে এবং বেশ কিছু সময় পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে বিদ্যুৎকেন্দ্রের একটি গুরুত্বপূর্ণ ট্রান্সফরমার ধ্বংস হয়ে যাওয়ায় কেন্দ্রটির প্রায় অর্ধক অংশ অচল হয়ে গেছে এবং উৎপাদন ক্ষমতা ৫০ শতাংশ কমে গেছে। তবে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ব্যতীত আগুনে অন্য কোনো নিহত বা আহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন তারা।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গতকাল রাশিয়ার ১৩টি প্রদেশ লক্ষ্য করে শতাধিক বিস্ফোরকবাহী কামিকাজি ড্রোন নিক্ষেপ করেছে ইউক্রেন। সেগুলোর মধ্যে ৯৫টিকে ধ্বংস করতে সক্ষম হয়েছে রুশ প্রতিরক্ষা বাহিনীর ড্রোন ইউনিট। ক্রুস্ক অঞ্চলে ১০টি ড্রোনকে ধ্বংস করেছে রুশ বাহিনী।
গত সাড়ে তিন বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেন বরাবরই রাশিয়ার জ্বালানি সরবরাহ ব্যবস্থা ও স্থাপনাগুলোকে আক্রমণের লক্ষ্যবস্তু হিসেবে নির্ধারণ করেছে।
এর আগে চলতি আগস্টের শুরুর দিকে রাশিয়ার সরকারি তেল পরিশোধন কোম্পানি সিজরানের একটি কারখানায় হামলা চালিয়েছিল ইউক্রেনীয় বাহিনী।
ভোরের আকাশ/এসএইচ