আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৫ ০৮:৪১ পিএম
ভারত সফরে আসছেন পুতিন
জম্মু ও কাশ্মিরের রাজ্যের অনন্তনাগ জেলার পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে পুতিন ভারতের প্রতি পূর্ণ সমর্থন’ প্রকাশ করেন। পাশাপাশি নয়াদিল্লি আসছেন তিনি। সোমবার (৫ মে) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় তার সমর্থনের কথা জানান।
সোমবার (৫ মে) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন থেকে নিশ্চিত করা হয়েছে এসব তথ্য।
ফোনকলে উভয় নেতা ভারত ও রাশিয়ার বিশেষ এবং পারস্পরিক স্বার্থ রক্ষাকারী কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীরে নিয়ে যেতে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার ৮০তম বিজয় দিবস উপলক্ষ্যে প্রেসিডেন্ট পুতিনকে শুভেচ্ছা এবং তাকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
পৃথক এক বিবৃতিতে একই তথ্য জানিয়ে রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী রাশিয়ার প্রেসিডেন্টকে ভারত সফরের নিমন্ত্রণ করেছেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট আন্তরিকভাবে সেই নিমন্ত্রণ গ্রহণ করেছেন।
নয়াদিল্লি দাবি করেছে, পুতিন হামলার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং জোর দিয়ে বলেছেন যে, এই হামলার সাথে জড়িত এবং এর পেছনে যারা আছেন তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিকমাধ্যম এক্সে একটি পোস্টে জানান, ‘রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছেন এবং ভারতের পহেলগামে হামলার তীব্র নিন্দা করেছেন। তিনি নিরীহ প্রাণহানির জন্য গভীর শোক প্রকাশ করেছেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছেন। পুতিন জোর দিয়ে বলেন, এই জঘন্য হামলার অপরাধীদের এবং তাদের সমর্থকদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।’
এ হামলাকে ঘরে গত এক সপ্তাহ ধরে তীব্র উত্তেজনা শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার দুই চিরবৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সম্প্রতি দুই দেশের উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন।
ভোরের আকাশ/এসআই