ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫ ০২:২৯ এএম
ছবি: সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। তবে দলের তিনজন কোচিং স্টাফ ভিসা জটিলতায় আজ দলের সঙ্গে যেতে পারেননি।
রোববার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়ে অর্পিতা চৌধুরীর নেতৃত্বাধীন দলটি। তবে সহকারী কোচ জয়া চাকমা, গোলরক্ষক কোচ ইমন এবং ম্যানেজার মিরোনা ভিসা না পাওয়ায় আপাতত দেশে রয়েছেন।
দলটির হেড কোচ ও সব খেলোয়াড়সহ অন্যান্য কর্মকর্তার ভিসা সম্পন্ন হলেও, এই তিনজনের ভিসা এখনো অনুমোদনের অপেক্ষায়। যেহেতু রোববার সংযুক্ত আরব আমিরাতে ছুটির দিন, তাই আজ ভিসা প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সম্ভাবনা ছিল না।
সবকিছু ঠিক থাকলে আগামীকাল বা পরশু (৬ বা ৭ অক্টোবর) তারা আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দেবেন।
এর আগে ক্রিকেটার সৌম্য সরকারও আফগানিস্তান সিরিজে ভিসা জটিলতার কারণে দলে থেকেও যেতে পারেননি, যা ক্রীড়া অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছিল।
আগামী ১৩ থেকে ১৭ অক্টোবর জর্ডানে অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী টুর্নামেন্টের বাছাই পর্ব। মূল লড়াইয়ের আগে প্রস্তুতি হিসেবে বাংলাদেশ দল দুবাইয়ে দুটি প্রীতি ম্যাচ খেলবে—
৭ অক্টোবর সিরিয়ার বিপক্ষে
৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে
এই দুটি ম্যাচ শেষে ১০ অক্টোবর জর্ডান রওনা দেবে বাংলাদেশ দল। বাফুফে জানিয়েছে, বয়সভিত্তিক নারী দলের বিদেশে প্রস্তুতি ম্যাচ আয়োজন এবারই দীর্ঘ বিরতির পর সম্ভব হয়েছে।
জর্ডানে বাছাইপর্বে বি গ্রুপে রয়েছে বাংলাদেশ। ১৩ অক্টোবর স্বাগতিক জর্ডানের বিপক্ষে প্রথম ম্যাচ, ১৭ অক্টোবর দ্বিতীয় ও শেষ ম্যাচ চাইনিজ তাইপের বিপক্ষে।
তিন দলের এই গ্রুপ থেকে শীর্ষ দলই পরবর্তী বছর মূল পর্বে জায়গা পাবে।
উল্লেখ্য, ২০১৭ ও ২০১৯ সালে বাংলাদেশ দল এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের মূল পর্বে খেলার সুযোগ পেয়েছিল।
ভোরের আকাশ//হর