স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫ ০১:২২ এএম
বুমরাহ প্রসঙ্গে মুখ খুললেন ওয়াসিম আকরাম
দীর্ঘদিন ধরেই ক্রিকেটে আলোচনার বিষয়—ভারতের তারকা পেসার জাসপ্রীত বুমরাহ কি পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরামের চেয়ে বড় ফাস্ট বোলার? এবার সেই বিতর্কে নিজেই মন্তব্য করলেন আকরাম।
চলতি বছরের জুনে সাবেক ভারতীয় পেসার বরুণ অ্যারন এক বক্তব্যে হেডিংলেতে বুমরাহর পাঁচ উইকেটের পারফরম্যান্সকে তুলে ধরে বলেন, বুমরাহ আকরামের চেয়েও সেরা। সেই মন্তব্যের পর থেকেই সাবেক ক্রিকেটারদের মধ্যে শুরু হয় বিতর্ক।
সম্প্রতি জিও নিউজের এক অনুষ্ঠানে এ বিষয়ে প্রশ্ন করা হলে ওয়াসিম আকরাম বলেন,
‘বুমরাহ নিঃসন্দেহে বিশ্বের সেরা ফাস্ট বোলারদের একজন। তার ভিন্নধর্মী অ্যাকশন ও গতি আছে। তবে ’৯০-এর দশকের বোলারদের সঙ্গে বর্তমান সময়ের কাউকে তুলনা করা যায় না। আমি ছিলাম বাঁহাতি, সে ডানহাতি—দুই সময়ই ভিন্ন।’
৫৯ বছর বয়সী সাবেক পেসার মজা করেও যোগ করেন—
‘আমরা দেখি, সাবেক ক্রিকেটাররা সোশ্যাল মিডিয়ায় এসব নিয়ে ঝগড়া করে। যেন কারও বিয়েতে গিয়ে অন্য কেউ ঝামেলা শুরু করেছে! আসলে এসব আমার বা বুমরাহর কোনো মাথাব্যথার বিষয় নয়।’
তবে প্রশংসায় কৃপণতা করেননি আকরাম। তিনি বলেন, ‘সে আধুনিক যুগের গ্রেট। আমাদের সময় ছিল আলাদা, আর এখনকার সময় আলাদা। তবে বলতে হবে—বুমরাহ সত্যিই অসাধারণ বোলার।’
সব মিলিয়ে, ওয়াসিম আকরাম নিজের সঙ্গে সরাসরি তুলনা না টেনে বুমরাহকে দেখছেন আধুনিক ক্রিকেটের এক “কিংবদন্তি” হিসেবে।
ভোরের আকাশ//হ.র