স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫ ০১:৫৯ এএম
এবার বিসিবি নির্বাচনে অংশ নিতে চাইছেন সাবেক অধিনায়ক নান্নু
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে এবার জাতীয় দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছা প্রকাশ করেছেন। নান্নু বর্তমানে বিসিবির হেড অব প্রোগ্রাম হিসেবে দায়িত্ব পালন করছেন।
আজ বিসিবিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, “এটা আগে থেকেই ভাবছিলাম। সাবেক অধিনায়কদের জন্য একটি গুরুত্বপূর্ণ জায়গা আছে। সবকিছু ঠিক থাকলে নির্বাচনে অংশ নেব। ইতিবাচক মনোভাব নিয়েই এগোচ্ছি।”
নান্নু উল্লেখ করেন, বিসিবির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সাবেক ক্রিকেটাররা কাজ করছেন। তিনি নিজেও তাঁর অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে অবদান রাখতে চান। নান্নু বলেন, “২০০৪ সালে খেলা ছাড়ার পর কোচিংয়ে যুক্ত ছিলাম। ২০০৫ সালে এইচপির দায়িত্ব পালন করেছি। দীর্ঘদিন নির্বাচক থেকেছি। আমার অভিজ্ঞতা কাজে লাগাতে চাই। ক্রিকেটারদের সঙ্গে কাজ করা এবং উন্নয়নের জায়গা চিহ্নিত করা গুরুত্বপূর্ণ।”
নান্নু জানিয়েছেন, তিনি ক্যাটাগরি-৩ থেকে পরিচালক পদে নির্বাচন করার পরিকল্পনা করছেন। তবে এই ক্যাটাগরিতে সাবেক অধিনায়কদের জন্য নির্বাচনের সীমাবদ্ধতা রয়েছে। তিনি বলেন, “বিসিবির গঠনতন্ত্রে পরিবর্তন আনা দরকার। সবাই যখন উন্মুক্তভাবে ভোটে দাঁড়াতে পারবে, তখন সাবেক অধিনায়কদের জন্য আলাদা বাধা কেন থাকবে?”
ক্যাটাগরি-৩ থেকে নির্বাচনে ভোটারের সংখ্যা ৪২ জন কাউন্সিলর, কিন্তু তাদের মধ্যে মাত্র একজন পরিচালক নির্বাচিত হতে পারেন। নান্নু এটিকে “অন্যায্য” বলছেন। তিনি বলেন, “সবচেয়ে অবাক করার বিষয় হলো, যেখানে সর্বাধিক ভোটার (৪২ কাউন্সিলর) আছেন, সেখানে শুধুমাত্র একজন পরিচালক নির্বাচিত হতে পারে, অথচ এই শ্রেণিতে সাবেক ক্রিকেটার ও অধিনায়করা রয়েছেন।”
এর আগে, ২০২১ সালে এই ক্যাটাগরিতে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজন এবং বিসিবির সাবেক গেম ডেভেলপমেন্ট ম্যানেজার নাজমুল আবেদীন ফাহিম প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নির্বাচনে সুজন ৩৭–৩ ভোটে জয়ী হন।
বর্তমান পরিচালনা পর্ষদে নাজমুল আবেদীন ফাহিম সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে আসন্ন নির্বাচনে তিনি সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না, তা এখনো স্পষ্ট নয়।
ভোরের আকাশ//হ.র