স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫ ০৩:২৪ এএম
২৩ বছরেই শচীনকে পেছনে ফেললেন জসওয়াল
ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে পছন্দ করেন ভারতের বাঁহাতি ওপেনার জশস্বী জসওয়াল। ইংলিশদের বিরুদ্ধে মাঠে নামলেই যেন তার ব্যাট থেকে আসে চমক। সম্প্রতি টেস্ট ক্রিকেটে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি পূরণ করলেন তিনি এবং এক নজিরগড় রেকর্ড গড়ে কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে পেছনে ফেললেন।
জসওয়াল মাত্র ২৩ বছর বয়সে ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ৯বার পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন। যা ভারতীয় ব্যাটারদের মধ্যে একই বয়সে সর্বোচ্চ। এর মধ্যে রয়েছে পাঁচটি ফিফটি এবং চারটি সেঞ্চুরি। তুলনামূলকভাবে, শচীন টেন্ডুলকার ২৩ বছর বয়সে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র আটটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছিলেন।
ইংল্যান্ডকে বিশেষ প্রতিপক্ষ হিসেবে ধরে নিয়ে জসওয়াল তাদের বিরুদ্ধে টেস্টে হাজারের বেশি রান সংগ্রহ করেছেন। অন্য কোনো দেশের বিরুদ্ধে এখনও পর্যন্ত ৪০০ রানও পূরণ করতে পারেননি তিনি। তার ১২টি ফিফটির মধ্যে পাঁচটি ইংলিশদের বিপক্ষে এসেছে।
তাজা সেঞ্চুরির সহায়তায় ওভাল টেস্টে শক্ত অবস্থানে রয়েছে ভারত। তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে পাঁচ উইকেটে ভারতের সংগ্রহ রানের কাছাকাছি, যা তাদের লিড আরও বাড়িয়ে দিয়েছে। ফলে টিম ইন্ডিয়া ক্রমেই ম্যাচে আধিপত্য কায়েম করছে।
সূত্র: বিবিসি স্পোর্টস
ভোরের আকাশ//হ.র