× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসির জোর প্রস্তুতিতেও পিআর বাঁধায় নির্বাচন

মাজাহারুল ইসলাম

প্রকাশ : ২২ আগস্ট ২০২৫ ০১:৫০ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফেব্রুয়ারিতে ভোট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বলে ঘোষণা দিয়েছে সরকার। এ লক্ষ্যে সরকারের ঊর্ধ্বতনমহল ও নির্বাচন কমিশন (ইসি) ভোটসংশ্লিষ্ট সব কর্মকাণ্ড বেশ জোরেসোরে এগিয়ে নিচ্ছে, প্রস্তুতিতে কোন কমতি নেই। তবুও কেন নির্বাচনের মাঠে থাকা রাজনৈতিক দলগুলোর মধ্যে ভোট নিয়ে সন্দেহ, সংশয় সৃষ্টি হয়েছে, তা নিয়ে অনেক প্রশ্ন। পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) কাণ্ডে ঝুলে যেতে পারে ভোট- এমনটাই মনে করছেন দেশের রাজনৈতিক বিশ্লেষকরা।

তাদের মতে, সিডিউল ঘোষণাসহ সকল প্রস্তুতি ইতিবাচক হলেও মাঠের রাজনীতিতে নির্বাচন ঘিরে সংশয় এখনো কাটেনি। সংস্কার ও বিচার ও শেষে পিআর পদ্ধতিতে ভোট করার শর্তে অনঢ় জামায়াত ও এনসিপি। বিচার এবং সংস্কার ছাড়া নির্বাচন হলে ভোট বর্জনেরও হুমকি দিয়েছে দল দু’টি। পিআর পদ্ধতির ঘোর বিরোধিতায় রয়েছে দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। সর্বোপরি, পিআর ইস্যুতে দ্বি-ধারায় বিভক্তির প্রকাশ্যে রূপ নিয়েছে রাজনৈতক অঙ্গন।

পিআর প্রসঙ্গে মতানৈক্যে ভোট বাধাগ্রস্ত হওয়ার সম্ভবনাই বেশি ভাবছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রাজনৈতিক দলগুলোর নেতাদের অসংলগ্ন বক্তব্য বিশ্লেষণেও তাই ফুঠে উঠেছে বলেও মনে করেন তারা। একদিকে, ইসি ও সরকারের উচ্চমহল নির্বাচনের সময় উল্লেখপূর্বক অবাধ, সুষ্ঠু ও সর্বগ্রহণযোগ্য ভোট অনুষ্ঠানে আইন-শৃঙ্খলাবাহিনীসহ সকল প্রক্রিয়ার প্রস্তুতি এগুচ্ছে। প্রিজাইডিং ও পোলিং অফিসার ও নির্বাচন পর্যাবেক্ষকগণের ট্রেনিং প্রক্রিয়া চলছে।

সম্প্রতি সেনাবাহিনীর প্রধান বলছেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সেনাবাহিনী ইসিকে সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে। ঠিক সেই সময় বিএনপি-জামায়াত-এনসিপিসহ সব দলের নেতারা নির্বাচন প্রসঙ্গে বিভিন্ন সভা-সেমিনারে তাদের বক্তব্যে নির্বাচন নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করছেন। নির্বাচন হচ্ছে, কি হচ্ছে না-এ নিয়ে শঙ্কা প্রকাশ করছেন। যদিও দলগুলো নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগুচ্ছে তবুও কেন সংশয় এ প্রশ্ন জনমনে।

মালয়েশিয়া সফরে গিয়ে সিঙ্গাপুরভিত্তিক চ্যানেল নিউজ এশিয়াকে (সিএনএ) দেয়া টেলিভিশন সাক্ষাৎকারে  সেনাপ্রধান বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিয়ে তিনি সরে যাবেন। একই সঙ্গে তিনি এও বলেছেন, গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে বাংলাদেশে আবার পুরনো সমস্যাগুলো ফিরে আসবে।

তিনি বলেন, আমরা নিজেরা যে লক্ষ্যগুলো নির্ধারণ করেছিলাম, সেগুলো আমরা অর্জনের কাছাকাছি পৌঁছাচ্ছি। আমাদের অঙ্গীকার ছিল গণ-অভ্যুত্থানের সময় জাতির  যে আকাক্সক্ষা, তা নিশ্চিত করা। এগুলো তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে সংস্কার, বিচার ও নির্বাচন। যদি আমরা নির্বাচন দিয়ে শুরু করি তাহলে আমাদের সংস্কারের প্রয়োজন নেই, বিচারের প্রয়োজন নেই। কারণ, আমাদের পক্ষ থেকে নির্বাচন হলে সবকিছু শেষ হয়ে যাবে। তাহলে সবকিছু নির্বাচিতদের হাতে চলে যাবে। কল্পনা করুন, অন্য দু’টি কাজ না করে নির্বাচন হয়েছে। তখন আপনি আবার সেই পুরনো সমস্যায় ফিরে যাবেন। একইরকম সুরে কথা বলেছেন নতুন রাজনৈতিক দল এনসিপিও। জামায়াতে ইসলামীর সুরও পিআর তবে এক্ষেত্রে এনসিপিরও অভিন্ন সুর।

মালয়েশিয়ায় প্রধান উপদেষ্টার বক্তব্যের আগেই এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে।

যদিও এরআগে দেশ-বিদেশেও প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস জানিয়েছেন ফেব্রুয়ারিতেই নির্বাচন। কিন্তু তার সিএনএ দেয়া সাক্ষাৎকার ও জামায়াত-এনসিপি নেতাদের বক্তব্য পর্যাবেক্ষণের মধ্যদিয়ে ভোটের নিয়ে আরো সংশয়ও বাড়ছে- বলে ভাবছেন বিশ্লেষকরা। এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর এ ধরনের বক্তব্যে নির্বাচন নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা বেড়েছে জনমনে। প্রধান উপদেষ্টার ঘোষণার পরও জনমনে প্রশ্ন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তো! নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মনে সংশয়কে আরও ঘনীভূত হয়েছে বলেই মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। 

পাশাপাশ ইসি সূত্রে জানা গেছে, নির্বাচন নিয়ে সংশয় রয়েছে। ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার সম্ভবনাই বেশি।

বিএনপি সূত্রে জানা যায়, নির্বাচনের সময়কে কালক্ষেপণ করতেই জামায়াতে ইসলামী ও এনসিপি পিআর, বিচার ও সংস্কারের কথা বলছেন। নির্বাচন সরকার ও ইসির ঘোষিত ফেব্রুয়ারিতে হবে কিনা- সন্দিহান বলেও মনে করেন দলটি। দেশের বৃহৎ এই রাজনৈতিক দল বিএনপি মনে করে ফ্যাসিস্ট হাসিনার  মতো আরেকটি স্বৈরাচারের পদধ্বনি দেখতে পাচ্ছেন। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের কথাও বলেছেন।

লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত সম্প্রতি এক সভায় তিনি বলেন, দেশ যাতে গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসতে না পারে এবং মানুষের ভোটের অধিকার যাতে বাস্তবায়ন হতে না পারে, সেটাকে ভণ্ডুল করে দেয়ার জন্য বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র শুরু হয়েছে।

এদিকে, নির্বাচন পদ্ধতি নিয়ে রাজনীতিতে বিতর্ক চলছে। কোন হবে তা নিয়ে। পিআর পদ্ধতিতে নির্বাচন দাবিতে অনড় জামায়াতে ইসলামীসহ কিছু ইসলামী দল। কিন্তু বিএনপিসহ বেশকিছু দল শুরু থেকেই এ পদ্ধতির বিরোধিতা করে আসছে। এ নিয়ে বিরোধ এখন চরমে। এ বিতর্কে সরকার ও ইসির ঘোষিত সময়ে নির্বাচন না হওয়ার সম্ভবনাই বেশি ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের। তবে নির্বাচন কোন পদ্ধতিতে হবে-এ নিয়ে সরকার বা নির্বাচন কমিশন কিছুই স্পষ্ট করেনি।

রাজনৈতিক বিশ্লেষকরা মতে, সংস্কার চূড়ান্ত বাস্তবায়নে দরকার একটি নির্বাচিত সরকার। আর বিচার চলমান প্রক্রিয়া এবং সময়সাপেক্ষ। নির্বাচনের আগে এই দু’টি বিষয়ের সুরাহা করতে হলে ঘোষিত সময়ে নির্বাচন সম্ভব কিনা তা নিয়ে নিয়ে জনমনে সংশয় থাকছেই। ভোটের রাজনীতিতে সরব থাকা বিএনপির হাইকমাণ্ডসহ শীর্ষ নেতাদের মুখেও সম্প্রতিকালে সবচেয়ে বেশী আশঙ্কার কথা প্রকাশ পাচ্ছে। 

বিভিন্ন সভা-সেমিনারে অংশ নিয়ে দলটির শীর্ষ নেতারা সংশয় প্রকাশ করে বলেছেন, নির্বাচন বানচালে অদৃশ্য শক্তি কাজ করছে। নির্বাচন পেছাতে পরিকল্পিতভাবে নানা ইস্যু সামনে আনছে কয়েকটি রাজনৈতিক দল। নির্বাচনের আগে সংস্কার বাস্তবায়ন, জুলাই সনদ কার্যকর, পিআর পদ্ধতিতে নির্বাচন দাবিসহ একের পর এক ইস্যু তৈরি করছেন তারা। বিএনপি মনে করে, সংবিধান পরিবর্তনের প্রস্তাবও নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের একটি অংশ। পার্শ্ববর্তী একটি দেশও বাংলাদেশের নির্বাচনসহ নানা বিষয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে মনে করেন নেতারা। অন্যদিকে পিআর পদ্ধতিতে নির্বাচন দৃশ্যমান বিচার এবং সংস্কার ব্যতিত ভোটে অংশ নিবে না সাফ জানিয়েছেন জামায়াত। পাশাপাশি জুলাই সনদ কার্যকর ও সংস্কার বাস্তবায়ন ছাড়া নির্বাচনে যাবে না বলে জানিয়েছে এনসিপি। এসব কারণ নির্বাচন বিলম্ব করার ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি।

এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংকট নিরসনের একমাত্র পথ দ্রুত নির্বাচন। তবে বিএনপি পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয়। তিনি বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই। যারা সংস্কার চাচ্ছে না, সেটা তাদের দলের ব্যাপার।

এ প্রসঙ্গে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশের মানুষ ১৬ বছর ধরে অপেক্ষা করছে। তারা ভোটাধিকার প্রয়োগ মধ্যদিয়ে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু ’৭১ বিরোধীরা ষড়যন্ত্র করে পিআর পদ্ধতিতে ভোট চাচ্ছে। জনগণের বহু আকাক্সক্ষার ভোট নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। স্বাধীনতা বিরোধীরা আবারো দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়ে ফ্যাসিবাদ আওয়ামী লীগকে পূর্নবাসনের অপচেষ্টায় লিপ্ত।

নির্বাচন নিয়ে নানা শংকার কথা আসলেও ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং নির্বাচনকে বিলম্বিত করতে পারে এমন কোনো শক্তি নেই বলে মন্তব্য করেন তিনি জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নির্বাচনের আগে অবশ্যই রাষ্ট্র কাঠামোর সংস্কার, হাজার হাজার ছাত্র-জনতা হত্যার বিচার ও আনুপাতিক হারে অর্থাৎ পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হলে জনগণ তা মেনে নেবে না।

মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশ চালাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার। তারা ইতিমধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। আমরা সেটাকে সাধুবাদ জানিয়েছি। তবে আমরা স্পষ্ট করে ঐকমত্য কমিশনকে বলেছি, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন জাতি মেনে নেবে না।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারকে বলতে চাই, যতগুলো অ্যাসাইনমেন্ট নিয়ে ক্ষমতায় বসেছেন, তার একটি হলো নির্বাচন। শুধু নির্বাচন দেওয়া আপনাদের অ্যাসাইনমেন্ট নয়। সংস্কার, নতুন সংবিধান আর হাসিনার বিচার ছাড়া নির্বাচন নয়।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, জুলাই সনদকে আইনি ভিত্তি ও সনদের ভিত্তিতে ভোটের আয়োজন করতে হবে। একইসঙ্গে সংস্কার ও বিচারকে পাশ কাটিয়ে নির্বাচন দিলে, তা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না।

এনসিপি কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, বর্তমান সংবিধানের ভিত্তিতে অনুষ্ঠিত নির্বাচনে তারা অংশ নেবে না।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-
কুমিল্লায় নির্বাচনী দায়িত্ব সম্পাদনে পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ

কুমিল্লায় নির্বাচনী দায়িত্ব সম্পাদনে পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ

নির্বাচনকে সামনে রেখে দেশে গভীর ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

নির্বাচনকে সামনে রেখে দেশে গভীর ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

জাতিকে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে চাই: সিইসি

জাতিকে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে চাই: সিইসি

নির্বাচনের আগে কিছু বিষয়ে সমাধান হওয়া জরুরি: আব্দুল্লাহ তাহের

নির্বাচনের আগে কিছু বিষয়ে সমাধান হওয়া জরুরি: আব্দুল্লাহ তাহের

নির্বাচনের আগে কিছু বিষয়ে সমাধান হওয়া জরুরি: আব্দুল্লাহ তাহের

নির্বাচনের আগে কিছু বিষয়ে সমাধান হওয়া জরুরি: আব্দুল্লাহ তাহের

 কন্যাশিশুদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে : প্রধান উপদেষ্টা

কন্যাশিশুদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে : প্রধান উপদেষ্টা

 গাজার পথে ফ্লোটিলার নতুন ত্রাণবাহী নৌবহর

গাজার পথে ফ্লোটিলার নতুন ত্রাণবাহী নৌবহর

 পবিত্র কোরআনের শ্রেষ্ঠত্ব ও অনন্য বৈশিষ্ট্য

পবিত্র কোরআনের শ্রেষ্ঠত্ব ও অনন্য বৈশিষ্ট্য

 ঢাকার দুই সিটি : মশায় নাগরিক দুর্দশা চরমে

ঢাকার দুই সিটি : মশায় নাগরিক দুর্দশা চরমে

 বাড়ছে অ্যানথ্রাক্স আতঙ্ক, রংপুর-গাইবান্ধায় অনুসন্ধান দল

বাড়ছে অ্যানথ্রাক্স আতঙ্ক, রংপুর-গাইবান্ধায় অনুসন্ধান দল

 টানা ১২ দিনের ছুটি শেষে খুলেছে নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান

টানা ১২ দিনের ছুটি শেষে খুলেছে নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান

 যাদের অর্থ-অস্ত্রে গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল!

যাদের অর্থ-অস্ত্রে গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল!

 ঢাকায় বাড়বে গরমের অনুভূতি, হতে পারে বজ্রসহ বৃষ্টিও

ঢাকায় বাড়বে গরমের অনুভূতি, হতে পারে বজ্রসহ বৃষ্টিও

 ভারতীয় আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তই কাল হলে বাংলাদেশের

ভারতীয় আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তই কাল হলে বাংলাদেশের

 শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত কর্মকর্তাকে আজ ফের জেরা করবেন স্টেট ডিফেন্স

শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত কর্মকর্তাকে আজ ফের জেরা করবেন স্টেট ডিফেন্স

 মাদ্রাসার ছাত্রদের জন্য নতুন ক্রিকেট টুর্নামেন্টের পরিকল্পনা বিসিবির

মাদ্রাসার ছাত্রদের জন্য নতুন ক্রিকেট টুর্নামেন্টের পরিকল্পনা বিসিবির

 তুর্কি ড্রামা ‘কুরলুস উসমান’ দেখে ইসলাম ধর্ম গ্রহণ করলেন স্কটল্যান্ডের নারী

তুর্কি ড্রামা ‘কুরলুস উসমান’ দেখে ইসলাম ধর্ম গ্রহণ করলেন স্কটল্যান্ডের নারী

 মিয়ানমারে বৌদ্ধ উৎসবস্থলে সামরিক বোমা হামলা, নিহত অন্তত ৪০

মিয়ানমারে বৌদ্ধ উৎসবস্থলে সামরিক বোমা হামলা, নিহত অন্তত ৪০

 বদলি ও পদায়নে নতুন নীতিমালা কার্যকর করল শিক্ষা মন্ত্রণালয়

বদলি ও পদায়নে নতুন নীতিমালা কার্যকর করল শিক্ষা মন্ত্রণালয়

সংশ্লিষ্ট

২০০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি

২০০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি

শেখ হাসিনা ও কামাল নির্বাচনে অযোগ্য ঘোষণা

শেখ হাসিনা ও কামাল নির্বাচনে অযোগ্য ঘোষণা

নির্বাচনকে ভিন্ন খাতে নিতে গভীর ষড়যন্ত্র চলছে : ফখরুল

নির্বাচনকে ভিন্ন খাতে নিতে গভীর ষড়যন্ত্র চলছে : ফখরুল

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক